বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় নারী আহত হওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর গ্রামে।
জানাযায়, ইসহাকপুর গ্রামের খলিলুর রহমানের লোকজনের হামলায় একই গ্রামের সাজনারা বেগম আহত হন। এ ঘটনায় জগন্নাথপুর থানায় মামলা দায়ের হয়। এ মামলাটি তুলে না নেয়ায় আবারো প্রতিপক্ষের হামলায় মামলার বাদীনি সাজনারা বেগম আহত হয়েছেন এবং বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১ নভেম্বর আহত সাজনারা বেগম বাদী হয়ে প্রতিপক্ষের খলিলুর রহমান, শাহিনুর রহমান ও আলীনুর রহমানকে আসামী করে জগন্নাথপুর থানায় আবারো অভিযোগ দায়ের করেন।
Leave a Reply