বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৮:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার জগন্নাথপুরে কিশোরকন্ঠ মেধাবৃত্তি -২৪ সম্পন্ন জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে জনশক্তি সমাবেশ জগন্নাথপুর প্রেসক্লাবের সদস্য সংগ্রহ শুরু জগন্নাথপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জগন্নাথপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প সুনামগঞ্জে পিপি, অ্যাডিশনাল ও এপিপি নিযুক্ত হলেন জগন্নাথপুরের তিন প্রথিতযশা আইনজীবী জগন্নাথপুরে আজ থেকে এক মাসব্যাপী এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শুরু জগন্নাথপুর ও শান্তিগন্জ্ঞ বাসীর সেবা করতে চাই; বিশাল সম্বর্ধনায় বিএনপি নেতা কয়ছর আহমদ

জগন্নাথপুরে অগ্নিকান্ডে নিঃস্ব 8পরিবারের মানবেতর জীবন যাপন

জগন্নাথপুরে অগ্নিকান্ডে নিঃস্ব 8পরিবারের মানবেতর জীবন যাপন

স্টাফ রিপোর্টার ::  জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চিতুলিয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি বসতঘরের আটটি কক্ষ সর্ম্পূন পুড়ে ছাই হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত 8পরিবারের লোকজন স্থানীয় একটি বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন।

এলাকাবাসি জানান, চিতুলিয়া গ্রামের আব্দুল আজিজ মোল্লার টিনসেটের বসতঘরে বৃহস্পতিবার মধ্য রাতের দিকে বিদুতের সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুনের লেলিহান শিখা দেখে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্ঠা চালান। খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা সদর থেকে জগন্নাথপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় তিন ঘন্টাব্যাপি প্রাণপন চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন।কিন্তু ততক্ষনে আটটি ঘরসহ নগদ অর্থ, প্রয়োজনীয় কাগজপত্র এবং  ঘরে থাকা সব ধরণের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।এতে প্রায় 3৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন জানিয়েছেন।

ক্ষতিগ্রস্থের শিকার আট পরিবারগুলো হচ্ছে আব্দুল আজিজ মোল্লা, তাঁর ভাই আবুল কালাম, আব্দুল বাছিত, আব্দুল মজিদ, আব্দুস শহিদ, মৃত গুলজার হোসেনের ছেলে এমরান হোসেন ও কামরুল হোসন।

অগ্নিকাণ্ডের  খবর পেয়ে  শুক্রবার  জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম ঘটনাস্থল

পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারদের খোঁজ-খবর নেন। এসময় তিনি ক্ষতিগ্রস্থ ৮ পরিবারের মধ্যে জেলা প্রশাসকের ত্রাণ তহবিল থেকে প্রতি পরিবারকে ৩ বান্ডেল  করে ২৪ বান্ডেল  ঢেউটিন, নগদ ৯ হাজার টাকা করে ৭২ হাজার টাকা এবং উপজেলা প্রশাসনের ত্রাণ তহবিল থেকে ১৫কেজি করে ১২০কেজি চাল প্রদানের ঘোষনা দেন।

এদিকে চিতুলিয়া গ্রামের যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক জুবায়ের আহমদ ক্ষতিগ্রস্থ পরিবারদের মধ্যে নগদ ১০ হাজার টাকা ও ২ বস্তা চাল প্রদান করেছেন।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com