বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৩৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বড় পীর হযরত আবদুল কাদির জিলানী (র.) এর স্বরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ নভেম্বর বৃহস্পতিবার জগন্নাথপুর সদর বাজারের মাদ্রাসা পয়েন্টে খানকায়ে সুফি সংঘ দরবার শরীফে মিলাদ মাহফিল উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে সুফি সাধকগণ অংশ গ্রহন করেন। এতে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক, সাহিত্যিক, কবি আশরাফ মাহমুদ হাই বখশী আল কাদরী (মাঃ জিঃ আঃ)। সভায় বড় পীরের আধ্যাত্মিক জীবন সাধনার বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং আল্লাহ ও রাসুল (সা.) এঁর আদর্শ অনুকরণে মানুষকে উদ্বুব্ধ করা হয়। এতে রাসুল (সা.) এঁর জীবনাদর্শ মানুষের বাস্তব জীবনে প্রতিফলিত করতে সুফি সাধকগণের ভূমিকা ইতিবাচক বলে উল্লেখ করা হয়।
সভায় দরবারের পীর কবি আশরাফ মাহমুদ তাঁর ভক্তদের উদ্দেশ্যে বলেন, দুনিয়ার আপদ-বিপদে নিরাশ না হয়ে আল্লাহর রুজ্জুকে শক্ত করে আকড়িয়ে ধরার নির্দেশ দেন এবং পীরের পথ ও মতকে সর্বাধিক গুরুত্ব দেয়ার নির্দেশ প্রদান করেন। আল্লাহ পাকের নৈকট্য ও রাসুল (সা.) এঁর মহব্বত পেতে পীরের আদর্শ অনুস্বরণ করার জন্য তিনি ভক্তদের প্রতি আহবান জানান।
Leave a Reply