বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সাধারণ সদস্য (মেম্বার) এবং সংরক্ষিত নারী সদস্যরা শপথ গ্রহণ করেছেন।
বুধবার দুপুর ১২টায় উপজেলা সম্মেলন কক্ষে তাঁদেরকে শপথ বাক্য পাঠ করান জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম।
শপথ গ্রহণকারীরা হলেন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য খলিল উদ্দিন, ২নং ওয়ার্ডে মাহবুব হোসেন, ৩নং ওয়ার্ডে হোসেন রাসেল, ৪নং ওয়ার্ডে হাফিজুর রহমান খালেদ, ৫নং ওয়ার্ডে আব্দুস শহীদ, ৬ নং ওয়ার্ডে মোজাম্মিল খান,৭নং ওয়ার্ডে আব্দুল ওয়াব, ৮নং ওয়ার্ডে মোস্তাক আহমদ এবং ৯নং ওয়ার্ডে নেওয়ার হোসেন।
এছাড়া ১নং ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য হাসনা হেনা, ২নং ওয়ার্ডে নাজমিন আক্তার মিনা, ৩নং ওয়ার্ডে ফুল বেগম।
শপথ গ্রহণ উপলক্ষে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে একসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার প্রমুখ।
এদিকে, গত ২৫ নভেম্বর সুনামগঞ্জ জেলা প্রশাসক আব্দুল আহাদ মিরপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসি মাহবুবুল হক শেরীনকে শপথ বাক্য পাঠ করান।
প্রসঙ্গত, মামলা জটিলতা নিরসনের পর র্দীঘ ১৬ বছর গদত ১৪ অক্টোবর মিরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল কাদিরকে পরাজিত করে বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক যুক্তরাজ্য প্রবাসি মাহবুবুল হক শেরীন বিজয়ী হয়। এছাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৯জন সাধারণ সদস্য ও ৩টি ওয়ার্ডে ৩জন সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হয়।
Leave a Reply