বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:২৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার একমাত্র আর্ট স্কুলে অধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন চিত্রশিল্পী জুনায়েদ আহমদ সজল। চিত্রশিল্পী অধ্যক্ষ প্রণব বণিকের আকষ্মিক প্রয়ানে স্কুলের ওই পদটি শুন্য হওয়ায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়। আর্ট স্কুল পরিচালনা পরিষদের সর্বসম্মতি ক্রমে বুধবার জগন্নাথপুর আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুজামান জুয়েল, প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ আমিনুল হক ওয়েছ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে ।
জগন্নাথপুর পৌর শহরের ৫ নং ওয়ার্ড বাসিন্দা জুনায়েদ আহমদ সজল কিশোরকাল থেকে জগন্নাথপুর আর্ট স্কুলের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। শিশুকাল থেকে ওই স্কুলে চারুকলা বিষয়ে শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীদের দীর্ঘদিন চারুকলা বিষয়ে শিক্ষাদান করেন। শিক্ষাগ্রহণ ও শিক্ষাদানকালে তিনি মেধার পরিচয় দেন। একসময় স্কুলের সাধারণ সম্পাদক আমিনুল হক ওয়েছ যুক্তরাজ্যে পাড়ি জমানোর পর তিনি ওই স্কুলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
Leave a Reply