বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
অগ্নিকান্ডের সময় ফায়ার বিগ্রেডের গাড়ী না যাওয়ায় ক্ষোভ,জগন্নাথপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেখ হাসিনাকে দেশে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি; পররাষ্ট্র উপদেষ্টা দীর্ঘ বঞ্চনার পর পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন জগন্নাথপুরের কৃতী সন্তান সামী  উপদেষ্টা হাসান আরিফ আর নেই শান্তিগঞ্জে হচ্ছে বিয়াম ল্যাবরেটরি স্কুল, জনমনে আশার আলো সুনামগঞ্জে আইডিয়া ‘বিএইচএ’ প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত  জগন্নাথপুরে উপজেলা আওয়ামীলীগ নেতা বীরেন্দ্র গ্রেপ্তার জগন্নাথপুরে মহান বিজয় দিবস পালিত জগন্নাথপুরে বিজয় দিবসে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন মহান বিজয় দিবস উপলক্ষে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত 

জগন্নাথপুরে শালিসি ব্যক্তিকে হয়রানীর ঘটনায় এলাকায় প্রতিবাদের ঝড়

জগন্নাথপুরে শালিসি ব্যক্তিকে হয়রানীর ঘটনায় এলাকায় প্রতিবাদের ঝড়

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের বাসিন্দা ও এলাকার শালিসি ব্যক্তি হাজী চান মিয়ার বিরুদ্ধে অপ-প্রচার চালিয়ে হয়রানীর ঘটনায় এলাকায় প্রতিবাদের ঝড় বইছে। ফুসে উঠেছেন সর্বস্তরের প্রতিবাদী জনতা। এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ সভা।
২৮ নভেম্বর বৃহস্পতিবার স্থানীয় রাণীগঞ্জ বাজারে অনুষ্ঠিত সভায় সর্বস্তরের প্রতিবাদী জনতা অংশ গ্রহন করেন। রাণীগঞ্জ ইউপি সদস্য ইসরাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শালিসি ব্যক্তি হাজী চান মিয়া, প্রতিবাদী ব্যক্তি আবদুন নুর, ছমির উদ্দিন, তেরাব আলী, এনাম উদ্দিন, শহিদুল ইসলাম, এখলাছুর রহমান, সুমন মিয়া, বশির আহমদ, টুটন মিয়া, ছাদ মিয়া, সাজন মিয়া প্রমূখ।
সভায় শালিসি ব্যক্তি হাজী চান মিয়া বলেন, উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামের প্রবাসী আবদুর রউফ আমাদের এলাকার কুবাজপুর মৌজায় কিছু জায়গার মালিকানা দাবি করে আমি সহ ২০/২৫ জনের বিরুদ্ধে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে মামলা করেন। উক্ত মামলার প্রেক্ষিতে জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের দেয়া প্রতিবেদনটি আমাদের পক্ষে যায়। এতে প্রবাসী আবদুর রউফ দিশেহারা হয়ে আমার বিরুদ্ধে নানাভাবে মিথ্যা অপ-প্রচার চালাচ্ছেন। যা কোন অবস্থায় কাম্য নয়। আমি এসব অপ-প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃত ঘটনা হচ্ছে কুবাজপুর মৌজার জেএল নং ২০০ সাবেক দাগ নং ৩২৩৮ এ সাড়ে ১০ শতক ও ৩২৫৭ এতে ৬১ শতক জমির সঠিক মালিক আমি। এসব আমার খরিদা সম্পত্তি। আমার নামে সব ধরণের কাগজপত্র রয়েছে। দীর্ঘ ২০ বছর ধরে আমি ভোগ দখলে আছি। প্রবাসী আবদুর রউফ অযথা আমার বিরুদ্ধে অপ-প্রচার চালিয়ে সমাজে আমাকে হেয় করার চেষ্টা করছেন। প্রয়োজনে আমি প্রবাসীর বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে বাধ্য হবো।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com