বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের নব-নির্বাচিত জনপ্রতিনিধিরা দায়িত্ব গ্রহণ করেছেন। দীর্ঘ ১৬ বছর পর সকল নতুনমুখ জনপ্রতিনিধিদের নিয়ে আবারো নতুন করে যাত্রা শুরু করেছে মিরপুর ইউনিয়ন পরিষদ। যে কারণে নতুন জনপ্রতিনিধিদের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি রয়েছে। অবশ্য পরিকল্পনার মাধ্যমে জনগণকে সাথে ইউনিয়নের কাঙ্খিত উন্নয়ন ও জনসেবাকে প্রাধান্য দিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন নব-নির্বাচিত জনপ্রতিনিধিরা।
২৮ নভেম্বর বৃহস্পতিবার নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে মিরপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মিরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিনের সভাপতিত্বে ও ইউপি সচিব সুধন চন্দ্র সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নব-নির্বাচিত চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন, সাবেক ইউপি সদস্য সাহাব উদ্দিন, নব-নির্বাচিত ইউপি সদস্য মোস্তাক আহমদ, মিরপুর পাবলিক উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল খালিক ও গড়গড়িয়া প্রবাসী সংঘের সহ-সভাপতি হাজী আছকির আলী প্রমূখ। এতে দোয়া পরিচালনা করেন প্রবীণ মুরব্বী মাওলানা হোসাইন আহমদ। সভায় আনুষ্ঠানিক ভাবে নব-নির্বাচিত চেয়ারম্যান মাহবুবুল হক শেরীনকে দায়িত্ব বুঝিয়ে দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন।
এ সময় নব-নির্বাচিত নারী ইউপি হাসনা হেনা, নাজমিন আক্তার মিনা, ফুল বেগম, পুরুষ ইউপি সদস্য খলিলুর রহমান, মাহবুব হোসেন, হোসেন রাসেল, হাফিজুর রহমান খালেদ, আবদুস শহীদ, মোজাম্মেল খান, আবদুল ওয়াহাব, নেওয়ার খান, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সমাজসেবক হাজী আবদুর রহিম, আবদুল কাদির, আবদুল করিম, আবদুল মুকিত, খলিল উদ্দিন, আবদুল লতিফ সহ স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply