শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর গ্রামের লাল মিয়ার বাড়িতে। রোববার গভীর রাতে অগ্নিকা-ের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষনে বাড়ির ৫টি কক্ষ বিশিষ্ট ২টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। খবর পেয়ে রাতেই জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে দৃর্বৃত্তদের লাগানো আগুনে সব কিছু পুড়ে যায় বলে ক্ষতিগ্রস্ত পরিবারের জেসমিন বেগম অভিযোগ করে বলেন এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।
Leave a Reply