শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা মুক্ত দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর কবল থেকে জগন্নাথপুর মুক্ত হয়েছিল। দেশ স্বাধীন হওয়ার পর থেকে দিবসটি পালন হয়ে আসছে। প্রতি বছরের মতো এবারো জগন্নাথপুর মুক্ত দিবস পালন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে র্যালি ও সভা অনুষ্ঠিত হয়। এতে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমা-ার আবদুল কাইয়ূম, জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমা- নেতা কয়েছ মিয়া, আজিজ মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
Leave a Reply