শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত সহ ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্র জানায়, ১২ ডিসেম্বর বৃহস্পতিবার জগন্নাথপুর থানা পুলিশ উপজেলার আলমপুর গ্রামের চাঞ্চল্যকর বন্দুকযুদ্ধে মাদ্রাসা ছাত্র শাব্বির হত্যা মামলার সন্দেহভাজন আসামী সমছু মিয়াকে গ্রেফতার করেছে। সে তাজপুর গ্রামের মৃত তাজ উল্লার ছেলে।
এছাড়া-পৃথক অভিযানে আরেকটি মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী ফুল মিয়াকে গ্রেফতার করা হয়। সে উপজেলার ইসমাইলচক গ্রামের রাশিদ উল্লার ছেলে। জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান জানান, আসামী সমছু মিয়াকে জালালপুর গ্রাম থেকে ও এএসআই শাহিন চৌধুরী জানান আসামী ফুল মিয়াকে দিরাই থানার নাচনী গ্রামের হাওর থেকে গ্রেফতার করা হয়েছে।
Leave a Reply