শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে শহীদ বুদ্ধিজীবি হত্যা দিবস পালন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।
জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান হারুন রশীদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সহ-প্রচার সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সম্পাদক কুতুব উদ্দিন, আওয়ামীলীগ নেতা আকমল খান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, পৌর আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হাই, সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভূইয়া।
উপজেলার কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি নুরুল হক, সাবেক যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক বশির আহমদ, জেলা যুবলীগ নেতা আলাল হোসেন রানা, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সুহিন আহমদ দুদু, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আবদুল গফুর, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, আওয়ামীলীগ নেতা নুরুল হক, জেলা মহিলা আওয়ামীলীগের সুফিয়া খানম সাথী, জগন্নাথপুর উপজেলার শিরিনা বেগম, সাবিয়া খাতুন, ডলি বেগম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদ আহমদ, জুবেদ খান, সহ-সম্পাদক তাজ উদ্দিন আহমদ তাজ, উপজেলা যুবলীগ নেতা রাজিব চৌধুরী বাবু, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, মুহিবুর রহমান লিটু, সৈয়দ জিতু মিয়া, আক্তার হোসেন, রাসেল আহমদ, জেলা ছাত্রলীগ নেতা জুনেদ আহমদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুফি মিয়া, যুগ্ম-সম্পাদক তোহা চৌধুরী, পৌর ছাত্রলীগ নেতা আবু সাইদ প্রমূখ।
এদিকে-জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথক ভাবে শহীদ বুদ্ধিজীবি হত্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ শায়খুল ইসলাম প্রমুখ।
Leave a Reply