বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৯:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপির আন্তরিক প্রচেষ্টায় বহুল আখাংকিত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রকল্প মন্ত্রীসভায় অনুমোদন লাভ করেছে। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদন লাভ করায় সুনামগঞ্জ জেলাবাসীর মধ্যে আনন্দ উচ্ছাস দেখা দিয়েছে।
উল্লেখ্য, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ প্রতিষ্টার। মেডিকেল কলেজের কাজ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় বিলও অনুমোদন লাভ করেছে। এখন জেলা ও উপজেলার সড়কগুলো পূর্ণনির্মাণ ও রেললাইন কার্যক্রম বাস্তবায়ন হওয়ার পালা। অন্য দিকে মন্ত্রীর প্রতিশ্রুত জগন্নাথপুর উপজেলা সদরে একটি মহিলা কলেজ, কৃষি ইনস্টিটিউট, ইনজিনিয়ারিং কলেজ এবং হারুনুর রশীদ হিরন মিয়া স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু করা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে বলে এলাকাবাসী আশা করছেন। এদিকে পরিকলাপনা মন্ত্রী আলহাজ¦ এম এ মান্নান এমপির অক্লান্ত প্রচেষ্টায় সুনামগঞ্জে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদন হওয়ায় মন্ত্রীকে জগন্নাথপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জগন্নাথপুর প্রেস ক্লাব সভাপতি শংকর রায়, সহ-সভাপতি তাজউদ্দিন আহমদ, সহ-সভাপতি এনামুল হক রেনু, সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, সদস্য মাসুম আহমদ, আলী আহমদ, জগন্নাথপুর নিউজ ডটকমের বার্তা সম্পাদক আমিনুল হক সিপন প্রমূখ।
Leave a Reply