শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০১:০২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) সমাবর্তনে অংশ নিয়েছেন জগন্নাথপুরের তিন শিক্ষার্থী। তারা হলেন, জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই আবাসিক এলাকার কলিম উল্লার ছেলে আবু খালেদ জিবলু। তিনি বাংলা বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষে শাবিপ্রবিতে গ্রাজুয়েশন সমাপ্ত করেছিলেন। একই এলাকা আলাল মিয়ার ছেলে মোহাম্মদ শামীম আহমদ ইংরেজী বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষে শাবিপ্রবিতে
এবং ভবানীপুর এলাকার আব্দুল মজিদের ছেলে শামীম মিয়া অর্থনীতি বিভাগের ২০০৬-৭ শিক্ষাবর্ষে শাবিপ্রবিতে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন।
গত বুধবার (৮ জানুয়ারি) শাবিতে অনুষ্ঠিত তৃতীয় সমাবর্তনে অংশ নিয়ে গ্রাজুয়েশন সম্মাননা গ্রহণ করলেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
গ্রাজুয়েশন সম্মাননার বিষয়ে অনুভূতি ব্যক্ত করে আবু খালেদ জিবলু ও শামীম আহমদ বলেন, ‘সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার। বিশ্ববিদ্যালয়ের মাননীয় আচার্য মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক গ্রাজুয়েশন এর আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছি আমরা । এটা আমাদের জন্য মহা আনন্দের। তাঁরা জীবনের লক্ষ্যে পৌছতে সবার দোয়া ও ভালবাসা প্রার্থী।
প্রসঙ্গত- সমাবর্তনে ২০০০-০১ থেকে ২০১০-১১ শিক্ষাবর্ষের ৬ হাজার ৭৫০ জন গ্র্যাজুয়েটের ডিগ্রি প্রদান করেন রাষ্ট্রপতি। তাদের মধ্যে ২০ জন শিক্ষার্থীকে দেয়া হয় রাষ্ট্রপতি স্বর্ণপদক।
Leave a Reply