শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৪:১৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর বাজারের পার্শ¦ দিয়ে বয়ে যাওয়া মাগুরা নদীর তীর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার বিকেলে জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: ইয়াসির আরাফাতের নেতৃত্বে এক দল থানা পুলিশের উপস্থিতে অভিযান চালিয়ে নদীর পাড় থেকে অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলা হয়েছে।
স্থানীয় এলাকাবাসি ও উপজেলা ভূমি কার্যালয় সুত্র জানায়, দীর্ঘদিন ধরে সৈয়দপুর বাজারের মাগুরা নদীতে সরকারি জায়গা দখল করে প্রভাবশালীরা স্থাপনা তৈরী করে ব্যবসা পরিচালনা করে আসছিল। সরকারি এসব ভূমি ছাড়তে প্রশাসন একাধিকবার দখলদারদের নোটিশ প্রদান করলেও তারা কর্ণপাত করেনি। অবশেষে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত স্থানীয় প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের ৩৭টি স্থাপনা গুড়িয়ে দেয়। এছাড়া সৈয়দপুরের মল্লিকপাড়া গ্রামে রাস্তার জায়গা দখল করে জনৈক শামীম আহমেদের নির্মিত বাড়ির সীমানার পাকা প্রাচীরের সামনের অংশ অপসারণ করা হয়।
জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (এসিল্যান্ড) মো: ইয়াসির আরাফাত জানান, নদী খালের জায়গা দখলমুক্ত করায় স্থানীয় এলাকাবাসী খুশি হয়েছেন। আমরা এধরনের অভিযান অব্যাহত রাখবো।
Leave a Reply