শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৩:৪৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার জন নন্দিত মেয়র আলহাজ আবদুল মনাফের মৃত্যু হলে মেয়র পদটি শুন্য হয়। এ শুন্য পদ পূরণের লক্ষে আগামী ২৯ মার্চ জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ২৭ ফেব্রুয়ারি প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। ১ মার্চ যাচাই-বাছাইয়ের শেষ তারিখ। ৮ মার্চ প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ও ২৯ মার্চ নির্বাচন। নির্বাচনের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্নের লক্ষে সব ধরণের প্রস্তুতি নেয়া হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মঙ্গলবার থেকেই প্রার্থীদের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। তবে জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনে খবর ছড়িয়ে পড়লে অনেক প্রবাসী প্রার্থী ও তাদের সমর্থকরা দেশে আসতে শুরু করেছেন। এছাড়া নির্বাচনে অংশ নিতে অনেক প্রার্থীরা প্রস্তুতি নিচ্ছেন। সর্বত্র পৌরসভার উপ-নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে।
Leave a Reply