শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৭:৪৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
বিশ্বজুড়ে করোনাভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ আতঙ্ক বাংলাদেশেও রয়েছে।
বুধবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পৃথিবীর বিভিন্ন দেশেরম মতো বাংলাদেশেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। করোনা ভাইরাসের বিস্তার রোধে সকল-কে সতর্ক থাকতে হবে। এ জন্য বিদেশ থেকে আসা সকল ব্যক্তি এবং তাঁর পরিবারের সদস্যদের সরকার কর্তৃক নির্দেশিত গৃহকোয়ারেন্টাইন নিয়ম মেনে চলতে হবে অর্থাৎ সকলকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিজ গৃহে অবস্থান করতে
হবে। কোনভাবেই বাড়ির বাইরে চলাফেরা করা যাবে না। অন্যথায় তাদের বিরুদ্ধে দন্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা এবং প্রযোজ্যক্ষেত্রে অন্যান্য আইন মোতাবেক কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সংক্রান্ত তথ্য হট লাইনে জানানোর জন্য আহবান জানানো হয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বলেন, প্রাণঘাতী করোনাভাইরাস আমাদের দেশে ছড়িয়ে পড়ছে। প্রবাসি অধ্যুষিত এ উপজেলার সিংহভাগ মানুষ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য,ইউরোপসহ বিশ্বের বিভিন্ন
দেশে বসবাস করছেন। সম্প্রতি অনেকেই দেশে ফিরছেন। করোনা প্রতিরোধে জন সচেতনতার জন্য
আমরা গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছি।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুদন ধর বলেন, জগন্নাথপুরে এখনও করোনাভাইরাসের কোন চিহৃ পাওয়া যায়নি। আমরা
জনসাধারণকে সচেতনতার জন্য প্রচার চালিয়ে যাচ্ছি।
Leave a Reply