শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০২:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে চার পুলিশ সদস্য ও চার স্বাস্থ্যকর্মী কোয়ারেন্টিনে গেছেন। গত দুই দিনে করোনা উপসর্গ সংক্রমণে কাজ করায় তাদেরকে কোয়ারেন্টিনে পাঠানো হয়।
আজ বৃহস্পতিবার জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান,পুলিশ সদস্যদেরকে হোম কোয়ারেন্টিনে নয়। আমরা দুই শিফটে পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের কাজ ভাগ করেছি। এক শিফটে যারা কাজ করবেন তারা রেষ্টে থাকবেন। অপর শিফটের দায়িত্বরতরা কাজ করবেন। কাজের সুবিধার্থে আমরা এভাবে দায়িত্ব বন্টন করেছি। তিনি জানান,
বুধবার সন্ধ্যায় করোনা ভাইরাস উপসর্গ শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া যুবকের সৎকার করতে পুলিশের একজন উপ পরিদর্শক ও একজন সদস্য দায়িত্ব পালনে শশ্শ্মানঘাটে গিয়েছিলেন আজ বৃহস্পতিবার উপজেলার একটি গ্রামে করোনা শনাক্ত তরুণ কে বাড়ি থেকে উদ্ধার করে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে পাঠাতে দায়িত্ব পালন করেন পুলিশের একজন উপ পরিদর্শক ও পুলিশ সদস্য (কনস্টেবল)। তাদের চারজনকে বিশ্রামে রাখা হয়েছে। অন্যরা দায়িত্ব পালন করবেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর জানান,বুধবার শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া যুবকের নমুনা সংগ্রহ করা হলেও প্রতিবেদন পাওয়া যায়নি। আজ ১৮ বছর বয়সী তরুণের পজিটিভ প্রতিবেদন পাওয়ায় তাকে আমরা সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছি।তিনি বলেন, এসব কাজে দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মীদের আমরা কোয়ারেন্টিনে রেখেছি।
Leave a Reply