মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কের কোন্দানালা খালের উপর ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মানাধীন একটি সেতু ধ্বসে খালের মধ্য পড়ে গেছে। রোববার বিকেলে গার্ডার বসানোর সময় হাইড্রোলিক জ্যাক বিকল হয়ে সেতুটি ধ্বসে গেছে বলে ঘটনাস্হল পরিদর্শনকারী সুনামগঞ্জ সওজের উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান সোমবার যুগান্তর কে জানান। তিনি জানান ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মানাধীন এই ব্রিজের ৭০ ভাগ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে।
এলাকাবাসী অভিযোগ করেছেন নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ব্রীজের ৫টি গার্ডার ধ্বসে গেছে।
জানা জানায়, ২০২০ইং সনে সুনামগঞ্জের পাগলা-জগন্নাথপুর- রানীগঞ্জ সড়কে জরাজীর্ণ সেতু গুলো ভেঙে ১১০কোটি টাকা ব্যয়ে ৭টি সেতু নির্মাণের কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। কাজ বাস্তবায়নের দ্বায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স। এই প্রতিষ্ঠান সিলেটের বৃহৎ সেতু রানীগঞ্জের কুশিয়ারা সেতুর কাজ ও করছে। এই প্রতিষ্ঠানের বিরুধ্বে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে এলাকাবাসীর
সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের -প্রকৌশলী মোস্তাফিজুর রহমান আরো জানান নিম্নমানের সামগ্রী নয়,মেকানিক্যাল কারনে সেতুর গার্ডার ধ্বস গেছে। সেতুর মূল কাটামোর কোনরূপ ক্ষতি হয়নি। ধ্বসে যাওয়া গার্ডারগুলো ঠিকাদারী প্রতিষ্ঠান ঢাকার এমএম বিল্ডার্স তার নিজ খরচে অপসারণ করে নতুন করে গার্ডার গুলো বসিয়ে দিবে। তবে তাদেরকে এই কাজের বিলও দেওয়া হয়নি। প্রাক্কলন অনুযায়ী তাদের কে সটিক ভাবে কাজ করতে হবে।
এদিকে সোমবার দুপুরে ধ্বসে যাওয়া সেতুটি সড়ক ও জনপথ বিভাগের ঢাকা থেকে আগত একটি টিম, সুনামগঞ্জ সওজ নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম সহ সংশ্লীষ্টরা পরিদর্শন করেছেন।
Leave a Reply