সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
২০২৫-২০২৬ সেশনের জন্য চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের কমিটি ঘোষণা শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ভোরের চেতনার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  জগন্নাথপুরে স্কুল শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা নতুন ইসি শপথ নেবেন রোববার দীর্ঘ ১৩ বছর পরে বিশিষ্ট কলামিস্ট, লেখক ও সাংবাদিক সায়েক এম রহমান এর বাংলাদেশে আগমন সুনামগঞ্জ-৩ আসনে সৈয়দ তালহা আলমকে জমিয়তের প্রার্থী ঘোষণা  জগন্নাথপুরে বিএনপি কার্যালয় ভাঙচুর; সাবেক পরিকল্পনামন্ত্রীসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা জগন্নাথপুরে যুক্তরাজ্যের এএন টিভি’র পরিচালকের সঙ্গে মতবিনিময় সভা একযুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া জগন্নাথপুর উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি ও মজলিশে শূরা গঠন

বিশ্বনাথে অসামাজিক কার্যকলাপ : পুলিশের অভিযানে আটক ১০

বিশ্বনাথে অসামাজিক কার্যকলাপ : পুলিশের অভিযানে আটক ১০

 

জগন্নাথপুর নিউজ ডটকম ডেস্ক :: বিশ্বনাথে অসামাজিক কার্যকলাপের আস্তানায় অভিযান চালিয়ে মহিলা’সহ ১০জনকে আটক করেছে পুলিশ। গত বুধবার গভীর রাতে উপজেলা সদরের পুরান বাজার ও নতুন বাজারস্থ এলাকায় থানা পুলিশ অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার নাগরপুর গ্রামের সুলতান মিয়া ছেলে বাদশা মিয়া (৩৬), ময়মনসিংহ জেলার দোবাউড়া থানার দক্ষিণ মাঝনগর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে জালাল মিয়া (৩৫), সিলেটের ওসমানীনগর থানার রামকৃঞ্চপুর গ্রামের মৃত আবদুল মনাফের মেয়ে কলি বেগম (২৭), সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার নাগরপুর গ্রামের বাদশা মিয়ার স্ত্রী মধুমা বেগম (৪২), হবিগঞ্জ জেলার হবিগঞ্জ থানার রিচি গ্রামের জালাল মিয়ার স্ত্রী রুজি বেগম (৩২), বিশ্বনাথ নওধার গ্রামের মৃত আহমদ আলীর মেয়ে হুছনা বেগম (২০), দশঘর গ্রামের আবদুল মতলিবের স্ত্রী নিলুফা বেগম (৪৪), সুনামগঞ্জ সদর থানার মালাইগাঁও গ্রামের রুবেল আহমদের স্ত্রী শাহেনা বেগম (২২), বিশ্বনাথের রামপাশা শ্রীপুর গ্রামের আবদুল আজিজের স্ত্রী খালেদা বেগম (৩৫), ওসমানপুর গ্রামের রহিম উল্লার স্ত্রী পিয়ার বেগম (৪০)।

বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমান জানান, বিশ্বনাথ উপজেলা সদরের পুরান বাজারস্থ গরু হাটা এলাকায় ওয়ারিছ খান ও তার মেয়ের জামাই সিরাজ মিয়ার মালিকানাধিন টিনসেটের কলোনী এবং উপজেলা সদরের নতুনবাজারস্থ রাজনগর এলাকাধীন মানিক মিয়ার কলোনী রয়েছে। ওই কলোনীর ভিতরে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলে আসছে। এমন অভিযোগের প্রেক্ষিতে থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) দুলাল আকন্দ এর নেতৃত্বে একদল পুলিশ বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় ওই এলাকাগুলোতে অভিযান চালানো হয়। এসময় ৮জন মহিলা ও ২জন পুরুষকে আটক করা হয়। আটককৃতদের গতকাল বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

এব‌্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন- মাদক, জোয়া’সহ কোন অসামাজিক কার্যকলাপ এলাকায় হতে দেয়া হবে না। যেখানে এধরনের ঘটনার সংবাদ পাওয়া যাবে, সেখানেই পুলিশের অভিযান অব্যাহত থাকবে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com