শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক :: শুধু ক্যাচ নেয়াই নয়; উইকেটও তুলে নিলেন সাকিব আল হাসান। ক্রুনাল পান্ডিয়াকে সাজঘরে পাঠালেন সাকিব। তাদের নিয়ন্ত্রণ বোলিংয়ে এক ঘরে হয়ে পড়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
এই রিপোর্ট লেখা পর্যন্ত মুম্বাইয়ের সংগ্রহ ১৪.৫ ওভারের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ১১০ রান।
দলকে সম্মানজনক স্কোর এনে দিতে লড়াই চালিয়ে যাচ্ছেন মারমুখী ব্যাটসম্যান কায়রন পোলার্ড। তাকে সঙ্গ দিচ্ছেন সূর্যকুমার যাদব।
দুর্দান্ত এক ক্যাচ নেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। অস্ট্রেলিয়ান পেস বোলার বিলি স্টানলেকের বলে ক্যাচ তুলে দেন মুম্বাইয়ের ওপেনার রোহিত শর্মা। নিচু হয়ে আসা বলটিকে ঝাঁপিয়ে পড়ে তালুবন্দি করেন সাকিব। তার অসাধারণ ক্যাচে ১১ রানে ফেরেন মুম্বায়ের অধিনায়ক।
৯ রান করা ইশান কৃষানকে ফেরান সিদ্ধার্থ কৌল। ইনিংসের শুরু থেকে অসাধারণ খেলে যাওয়া ওপেনার ইভিন লুইসকে ফেরান ভারতীয় পেস বোলার কৌল।
এরপর পান্ডিয়াকে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ তুলে দিতে বাধ্য করেন সাকিব। ১৫ রানে ফেরেন ক্রুনাল পান্ডিয়া।
বৃহস্পতিবার হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দরাবাদ। আগে ব্যাটিংয়ে নেমে ১১ রানে ওপেনার রোহিত শর্মার উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে যায় মুম্বাই।
আইপিএলের চলমান ১১তম আসরে নিজেদের প্রথম খেলায় হেরে যাওয়া মুম্বাই দ্বিতীয় ম্যাচে জয়ে ফেরার প্রত্যয় নিয়ে ব্যাট করছে মুম্বাই।
এদিনের ম্যাচে নতুন ইতিহাস গড়ার পথে সাকিব আল হাসান। পঞ্চম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৩০০ উইকেট শিকারের অপেক্ষায় আছেন দেশসেরা এ অলরাউন্ডার।
ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্মেটে ২৫৫ ম্যাচ খেলে ২৯৬ উইকেট শিকার করেছেন সাকিব। বৃহস্পতিবার মুম্বাইয়ের বিপক্ষে ৪ উইকেট শিকার করলেই ক্রিকেটের এলিট ক্লাবে জায়গা করে নিতে পারবেন তিনি। ইতিমধ্যে ১ উইকেট শিকারে করেছেন সাকিব। নতুন উচ্চতায় পৌঁছাতে সাকিবের প্রয়োজন মাত্র ৩ উইকেট।
Leave a Reply