সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে মতবিনিময় সভা শান্তিগঞ্জে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৪০ মহান ভাষা দিবস পালনে শান্তিগঞ্জে প্রস্তুতি সভা জগন্নাথপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৩০, গুলিবিদ্ধ ১ সুনামগঞ্জে ১৪ ফেব্রুয়ারির মধ্যে মেলা বন্ধ না হলে, লংমার্চ টু মেলা! জগন্নাথপুর উপজেলা জামায়াতের যুব বিভাগের কমিটি গঠন জগন্নাথপুরের সাংবাদিকদের সাথে এমপি প্রার্থী এডভোকেট ইয়াসিন খানের মতবিনিময় ডুংরিয়া ঘরুয়া ইয়াংস্টার ৩য় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন  জগন্নাথপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক অনুদান বিতরন জগন্নাথপুরে ইউএনও এর সাথে কমিউনিটি নেতা মুজাক্কির আলীর বৈটক

চট্টগ্রামে নুর আহমেদ সড়কে ঐক্যফ্রন্টের সমাবেশ বিকালে

চট্টগ্রামে নুর আহমেদ সড়কে ঐক্যফ্রন্টের সমাবেশ বিকালে

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
চট্টগ্রামনগরীর নুর আহমেদ সড়কের নগর বিএনপি কার্যালয়ের সামনেজাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ হচ্ছে আজ শনিবার বিকালে।
বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ সমাবেশে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
সমাবেশে ব্যাপক জনসমাগম ঘটানোর লক্ষ্য নিয়ে কাজ করছে বিএনপিসহ ঐক্যফ্রন্ট সংশ্লিষ্ট দলগুলো।
জাতীয় ঐক্যফ্রন্টকে ২৫ শর্তে চট্টগ্রামে সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ। তবে পূর্বনির্ধারিত স্থান লালদীঘি ময়দান নয়, নগরীর নুর আহমেদ সড়কের নগর বিএনপি কার্যালয়ের সামনে। শুক্রবার বেলা ১১টায় অনুমতি দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবর রহমান।
এদিকে সমাবেশকে ঘিরে কয়েকদিন ধরে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার ও বাসায় বাসায় তল্লাশি চালানোর অভিযোগ উঠেছে।
নগর পুলিশের বিশেষ শাখার উপকমিশনার আবদুল ওয়ারিশ যুগান্তরকে বলেন, ‘২৫টি শর্তে ঐক্যফ্রন্টকে নাসিমন ভবনের সামনে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। শর্তগুলো মেনে বিকাল ৩টা থেকে ৫টার মধ্যে সমাবেশ শেষ করবেন বলে নেতারা প্রতিশ্রুতি দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘সমাবেশ ঘিরে যে কোনো নাশকতা এড়াতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে।’
নবগঠিত জোট জাতীয় ঐক্যফ্রন্টের চট্টগ্রামে এটি দ্বিতীয় সমাবেশ। সমাবেশে জোটের প্রধান ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ সিনিয়র নেতাদের যোগ দেয়ার কথা রয়েছে।
নগর বিএনপির সহ-দফতর সম্পাদক মো. ইদ্রিস আলী বলেন, ২১ অক্টোবর লালদীঘি ময়দানে সমাবেশ করার জন্য প্রশাসনের কাছে অনুমতির জন্য আবেদন করা হয়। শুক্রবার বেলা ১১টার দিকে পুলিশের পক্ষ থেকে আমাদের ফোন করে বলা হয়েছে, লালদীঘি ময়দান নয়, নাসিমন ভবন আমাদের পার্টি অফিসের সামনে সমাবেশ করা যাবে। অনুমতি পাওয়ার পরপরই আমরা সমাবেশ সফল করার প্রস্তুতি শুরু করি।
এদিকে অনুমতি পাওয়ার পর পরই ঐক্যফ্রন্টের চট্টগ্রামের নেতারা সাড়ে ১১টায় দিকে প্রস্তুতি সভা করেন নাসিমন ভবন বিএনপির দলীয় কার্যালয়ে। এতে বিএনপির কেন্দ্রীয় নেতা বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহানসহ বিএনপি, গণফোরাম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি ও নাগরিক ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।
পরে বিকাল ৩টায় বিএনপির বিভাগীয় নেতাদের নিয়ে প্রস্তুতি বৈঠক করেন বিএনপি। মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বরকত উল্লাহ বুলু, আমানউল্লাহ আমান, মীর মো. নাছির উদ্দীন, চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, এসএম ফজলুল হক, জয়নাল আবেদিন ফারুক, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী এ্যানী, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি মনিরুল ইসলাম ইউসুফ, কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান কাজল, গাজী শাহজাহান জুয়েল, মীর হেলাল প্রমুখ।
বিকাল ৫টার দিকে চট্টগ্রাম মহানগর বিএনপি নেতারা নাসিমন ভবনে প্রস্তুতি সভা করেন। এতে নগর বিএনপির ৪৩টি সাংগঠনিক ওয়ার্ড ও ১৫টি থানার নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা নেতারা পৃথক প্রস্তুতি সভা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com