সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:২৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ::
জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ ৩ আসনে আওয়ামীলীগ তথা মহাজোটের প্রার্থী চুড়ান্ত হলেও বিএনপি তথা ঐক্যফ্রন্টের প্রার্থী এখনো চুড়ান্ত হয়নি। যে কারণে দলীয় নেতাকর্মী সহ ভোটারদের মধ্যে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। এ নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।
জানাগেছে, সুনামগঞ্জ ৩ আসনে মনোনয়নপত্র দাখিল করেন বর্তমান অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, গণফোরাম নেতা নজরুল ইসলাম, বিএনপি নেতা লে. কর্ণেল অব. সৈয়দ আলী আহমদ, জাকের পার্টি নেতা শাহজাহান চৌধুরী, বিএনপি থেকে রফিকুল ইসলাম খসরু, এমএ সাত্তার, আশরাফুল হক সুমন, এলডিপির আবদুন নুর তুষার সহ ৮ প্রার্থী। এর মধ্যে হেভিওয়েট প্রার্থী এমএ মান্নান, শাহীনুর পাশা চৌধুরী ও নজরুল ইসলাম। এর মধ্যে আ.লীগ তথা মহাজোটের মনোনীত প্রার্থী এমএ মান্নান চুড়ান্ত হলেও বিএনপি তথা ঐক্যফ্রন্টের প্রার্থী এখনো চুড়ান্ত হয়নি। যদিও নির্বাচনী মাঠে তৎপর রয়েছেন শাহীনুর পাশা চৌধুরী। এরপরও শঙ্কা কাটেনি। সাবেক যুবলীগ থেকে গণফোরামে যোগ দেওয়া নজরুল ইসলামের নাম রয়েছে শাহীনুর পাশা চৌধুরীর সাথে। কে হচ্ছেন ঐক্যফ্রন্টের প্রার্থী এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দলীয় নেতা কর্মী সহ এলাকার ভোটারদের মধ্যে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধুরী বলেন, ঐক্যফ্রন্টের প্রার্থী চুড়ান্ত নিয়ে এখনো ঝুলে আছি। তবে দীর্ঘ ১৪ বছর ধরে আমি মাঠে কাজ করছি। এছাড়া আ.লীগের কাছ থেকে সুনামগঞ্জ ৩ আসন উদ্ধার করতে হলে আমার বিকল্প নেই। তা যদি বিবেচনা করা হয়, তাহলে আমাকেই মনোনীত করা হবে। সোমবার বিকেলে এ ব্যাপারে গণফোরাম নেতা নজরুল ইসলামের সাথে আলাপ হলে তিনি বলেন, ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনের সম্মাতি পেয়েই লন্ডন থেকে আমি নির্বাচন করার লক্ষ্যেই আমি দেশে এসে মনোয়ন পত্র দাখিল করে প্রচারণা চালিয়ে যাচ্ছি।
ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় এক নেতা জানান, আগমী ৮ ডিসেম্বর এ আসনের ধানের শীষের প্রার্থী চুড়ান্ত করা হবে। এদিকে মনোনয়ন বাছাইয়ে বিএনপির এম এ ছাত্তার, রফিকুল ইসলাম খসরু ও আশরাফুল হক সুমনের মনোনয়ন পত্র ক্রটি থাকায় বাতিল করা হয়েছে। অন্য প্রার্থীদের মনোনয়ন পত্র বহাল রয়েছে।
Leave a Reply