শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের দৃষ্টিনন্দন আর্চ সেতু’র স্ল্যাব ঢালাই কাজ সম্পন্ন, প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮০ শতাংশ জগন্নাথপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সুনামগঞ্জে আন্তঃ জেলা ডাকাত দলের সর্দার কুখ্যাত ডাকাত গ্রেফতার  নির্ধারিত জায়গায় সুবিপ্রবি ক্যাম্পাস দ্রুত স্থাপনের লক্ষে সংবাদ সম্মেলন আব্বাকে মনে পড়ে  সুনামগঞ্জে কর্মী সম্মেলন সফলের লক্ষে জগন্নাথপুর জামায়াতের প্রচার মিছিল জগন্নাথপুরে তারুণ্যের উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ  জগন্নাথপুরের স্বাস্থ্য ও রুচিসম্মত খাবারের নিশ্চয়তায় উদ্বোধন হলো মেজবান রেস্তোরাঁ ইংল্যান্ডের বার্ণলী সিটির সাবেক কাউন্সিলর কমিউনিটি নেতা মুজাক্কির আলীর স্বদেশ আগমন শান্তিগঞ্জে তারুণ্যের উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ 

হীরক খচিত বিমান আনছে এমিরেটস এয়ারলাইন্স!

হীরক খচিত বিমান আনছে এমিরেটস এয়ারলাইন্স!

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
বিমানবন্দরে নামল এমিরেটস এয়ারলাইন্সের বোয়িং ‘ব্লিং৭৭৭’। বিমানটি হীরকখচিত! পুরো বিমানটির গায়ে চকচক করছে অগণিত হীরা।
ওসব হীরা থেকে উজ্জ্বল আলো ঠিকড়ে পড়ছে দর্শনার্থীদের চোখে।
গত ৪ ডিসেম্বর এমন একটি ছবি এমিরেটস এয়ারলাইন্স সংস্থা তাদের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে।
সেখানে দেখা যাচ্ছে বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের টার্মিনালে দাঁড়িয়ে এই হীরায় মোড়ানো বিমানটি। এর চারপাশে রয়েছে বিভিন্ন ধরনের লাগেজ এবং ট্রাক।
এটি পোস্টের পরপরই বিস্মিত নেটিজেনবিশ্ব। হীরকখচিত ঘড়ি, মোবাইল সেটের দেখা মেলেছে অনেক। কিন্তু তাই বলে আস্তো বিমান হীরা দিয়ে মুড়িয়ে দিবে!
পোস্ট হওয়া মাত্রই ভাইরাল হয়ে যায় ছবিটি। নেটিজেনদের প্রশ্ন সত্যিই কি বিমানটির গায়ে হীরা বসানো হয়েছে!
সোশ্যাল মিডিয়ায় ছবিটি ভাইরালে অনেকটাই বিব্রত হয়ে পড়ে এমিরেটস।
অথচ ছবিটির শিরোনামে লেখা ছিল – ছবিটি এডিট করেছেন সারা শাকিল নামে এক শিল্পী।
এ বিষয়ে আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ এমিরেটস এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করলে তারা জানায়, এ ধরনের হীরক খচিত কোনো বিমান তাদের নেই। আমার ক্রিস্টাল শিল্পী সারা শাকিলের কারুকার্য খচিত একটি ছবি টুইট করেছি মাত্র।
এমন বিমানের কোনো বাস্তবতা নেই, পুরোটাই কম্পিউটার প্রযুক্তির বলে নিশ্চিত করেন তারা।
জানা গেছে, সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় এই ক্রিস্টাল শিল্পী শাকিল। ইনস্টাগ্রামে তার ফোলোয়ার সংখ্যা ৪.৮ লক্ষ।
ছবিটি এডিট করে এমিরেটস এয়ারলাইনের এই বিমানের গায়ে এমন হীরা বসিয়ে দেন পাকিস্তানের ক্রিস্টাল শিল্পী সারা শাকিল। এরপর নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন ছবিটি।
এটি দেখে এমিরেটস এয়ারলাইন সংস্থার পছ্ন্দ হয়ে যায়। শাকিলের সঙ্গে যোগাযোগ করে ছবিটি ছবিটি তাদের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে এমিরেটস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com