বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে রিকশা চালক জামির হোসেন হত্যা মামলার প্রধান আসামী সেকেল মিয়াকে ১দিনের রিমান্ড শেষে বুধবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
চুরির অভিযোগে নিহত জামির হোসেনকে নির্মমভাবে হত্যা করার অভিযোগ রয়েছে সেকেল মিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে।
১৭ আগষ্ট রাতে নিহতের স্ত্রী জামিনা বেগম বাদী হয়ে নির্যাতনকারী সেকেল মিয়া ও আজিদ মিয়া সহ ২ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-৭, তারিখ-১৭/০৮/২০১৯ ইং। ধারা-৩৪৩, ৩০২,৩৪ দন্ডবিধি। মঙ্গলবার সেকেল মিয়াকে রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ড শেষে ২৮ আগষ্ট বুধবার তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান বলেন, আসামী সেকেল মিয়া রিমান্ডে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।
Leave a Reply