বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:২০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে দেশের বিভিন্ন ওষুধ কোম্পনাীর বিক্রয় প্রতিনিধিদের নিয়ে গঠিত ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টিটিভ এসোসিয়েশন (ফারিয়া) জগন্নাথপুর উপজেলা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
১৫ নভেম্বর রাতে ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে সুজন কবির শুভ, সহ-সভাপতি পদে ওমর ফারুক, সাধারণ সম্পাদক পদে বাবুল মিয়া, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে আজিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে নুর হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক পদে নিটু রায়, অর্থ সম্পাদক পদে মনি শংকর মন্ডল, ক্রীড়া ও প্রচার সম্পাদক পদে রুবেল হোসেন মুসা নির্বাচিত হন।
এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আবুল হোসেন আকন, সাইফুল ইসলাম, রবিউল ইসলাম রুবেল, ইমাম হোসেন চৌধুরী ইমন ও হাসিবুল হাসান। এ সময় নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয় এবং বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply