শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক :: সবকিছু ঠিকঠাক থাকলে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরতে যাচ্ছেন সাকিব আল হাসান। চোট থেকে সেরে উঠায় আজ রবিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরতে যাচ্ছেন তিনি। ফলে তাকে নিয়েই টেস্ট স্কোয়াড ঘোষণা করবেন নির্বাচকরা।
এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন চোটে পড়েন সাকিব। যার কারণে খেলতে পারেননি টুর্নামেন্টের শেষ দুটি ম্যাচ। ফলে দুবাই থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে যান। মিস করেছেন ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজও।
আগামীকাল সোমবার (২২ নভেম্বর) টেস্ট সিরিজের দল ঘোষণা করতে পারেন নির্বাচকরা। জানা গেছে, সাকিবকে নিয়েই চট্টগ্রামের উদ্দেশে উড়াল দেবে স্কোয়াড। অর্থাৎ দেশে পা রাখার একদিন পরই দেশের ক্রিকেটের এই সেরা তারকাকে ধরতে হবে চট্টগ্রামের বিমান।
আগামী ২৬ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ৪ ডিসেম্বর থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।
Leave a Reply