শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন
জগন্নাথপুর নিউজ ডেস্ক :: বাংলাদেশে জনগণের আরেকটা গণযুদ্ধ ছাড়া স্বৈরাচার সরকারের পতন ঘটানো যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, আজকে অধিকাংশ জনগণ এই স্বৈরাচারী সরকারের বিপক্ষে। জনগণের মনে ক্ষোভ, দুঃখ, ব্যথা-বেদনার যন্ত্রণা আছে। মানুষ এই সরকারের পরিবর্তন চায়। পৃথিবীর কোন শক্তি নাই দলীয় সরকারের অধীনে নির্বাচন করে সেই সরকারকে পরাজিত করবে। বাংলাদেশে তো সম্ভবই নয়। আরেকটা গণযুদ্ধ না করে জনগণের ক্ষমতা, অধিকার, কর্তৃত্ব প্রতিষ্ঠা করা যাবে না।
মঙ্গলবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে স্বাধীনতা দিবস উপলক্ষে ‘আকাঙ্খিত বাংলাদেশ: বাস্তবতা ও করণীয়’ শীর্ষক এক আলোচনায় সভায় সভাপতির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
Leave a Reply