লন্ডন প্রতিনিধি :
বিশ্বব্যাপী অবস্থানরত বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা বাসীর সংগঠন “ভয়েজ অব জগন্নাথপুর” এর উদ্যোগে শাহনাজ পারভিন জোছনা কে গনধর্ষন ও লোমহর্ষক হত্যার প্রতিবাদে ভার্চ্যুয়াল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি প্রবীণ নেতা সমাজসেবী ও শালীশি ব্যক্তিত্ব জনাব জুনায়েদ আহমদ সুন্দরের সভাপতিত্বে এবং মিডিয়া ব্যক্তিত্ব সাংবাদিক ও কমিউনিটি নেতা আলহাজ্ব তৌফিক আলী মিনারের সঞ্চালনায় ও এইচ এম আশরাফ আহমদের পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে অনুষ্টিত সভায় প্রথমেই জগন্নাথপুর উপজেলা সহ বিশ্বাব্যপী করোনা মহামারিতে যারা মৃত্যু বরন করেছেন তাদের সকলের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
সভার সভাপতির স্বাগতিক বক্তব্যের পর সভায় অংশ গ্রহণ কারী নেতৃবৃন্দ অত্যন্ত আবেগ আপ্লূত হয়ে সৌদি আরব প্রবাসী ছুরুক মিয়ার স্ত্রী তিন সন্তানের জননী শাহনাজ পারভিন জোছনা কে চিকিৎসার নামে উদ্দেশ্যমুলক ভাবে ধর্ষণ ও হত্যা করে ছয় টুকরো করে ঘাতকরা নির্মম লোমহর্ষক হত্যাকাণ্ডের প্রতিবাদ ও খুনীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানানো হয়।
এছাড়া জগন্নাথপুরে মাটিতে অন্যান্য জেলার বহিরাগতদের কোন প্রকার চারিত্রিক দিক যাচাই বাছাই বা তাদের ব্যক্তিগত রেকর্ড চেক না করে বাসা বাড়ী ভাড়া দেয়া ব্যবসা বানিজ্যের অনুমতি প্রদান কারীদের সোচ্চার হওয়ার জোর দাবী জানানো হয়।
জগন্নাথপুরে বহিরাগতদের পৃষ্টপোষকের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদেরকে ও আইনের মুখোমুখি করার দাবী জানানো হয়।
শান্তিপ্রিয় জগন্নাথপুরবাসী কে বিগত বছরগুলোতে এবং সাম্প্রতিক কালে শুধু মাত্র বহিরাগতদের কারণেই বিভিন্ন এলাকায় তাদের অনৈতিক ও অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ জগন্নাথপুরবাসী এদের থেকে মুক্তি চায়। এজন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও সমাজ সচেতনদেরকে এগিয়ে আসার আহবান জানানো হয়।
ভার্চ্যুয়াল সভায় অংশগ্রহণ করে জগন্নাথপুরে এহেন লোমহর্ষক হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আলোচনা করেন সর্ব জনাব টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক সিভিক মেয়র কাউন্সিলর দরছ উল্ল্যাহ, ডেগেনহাম বারাহ কাউন্সিলার ফয়জুর রহমান ফারুক, বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি নেতা এইচ এম আশরাফ আহমদ, কমিউনিটি এক্টিভিষ্ঠ আনোয়ার খান, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জমজম রশিদ, বিশিষ্ট কমিউনিটি নেতা শাহ জিল্লুল করিম,বিশিষ্ট কমিউনিটি নেতা ও কমিউনিটি সংগঠক আলহাজ্ব ফারুক মিয়া, কমিউনিটি নেতা ও ব্যবসায়ী ইছমাইল হোসেন, কমিউনিটি নেতা আখলাকুল আম্বিয়া (ফটিক মিয়া), সাবেক পৌরসভা কাউন্সিলার মির্জা জুয়েল আমীন, বিশিষ্ট কমিউনিটি নেতা ও লেখক কামাল হোসেন, বিশিষ্ট কমিউনিটি নেতা ও ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল হাই, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা আলহাজ্ব আব্দুল মজিদ (মালেশিয়া),বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুল কাদির, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা আলহাজ্ব আনহার আলী, কমিউনিটি নেতা আলহাজ্ব আমিরুল হোসেন,কমিউনিটি এক্টিভিষ্ঠ আবুল কাশেম, কমিউনিটি নেতা ও ব্যবসায়ী ছাবির উদ্দিন, কমিউনিটি নেতা কামরুল আলী,বিশিষ্ট কমিউনিটি নেতা তারিক আহমেদ,বিশিষ্ট কমিউনিটি নেতা ও ব্যবসায়ী আনসার মিয়া, বিশিষ্ট কমিউনিটি নেতা আছকর আলী, কমিউনিটি নেতা আক্তার আলী প্রমূখ।
ভার্চ্যুয়াল সভায় উপস্থিতিতে অপারগতার জন্য অনুসূচনা জানিয়ে সার্বিক সহযোগীতা ও একাত্মতা ঘোষণা করেন বিশিষ্ট কমিউনিটি নেতা ও টাওয়ার হ্যামলেটে বারাহ কাউন্সিলের স্পিকার সাবেক ছাত্রনেতা আহবাব হোসেন, বিশিষ্ঠ কমিউনিটি নেতা তরুন আইনজীবী ব্যারিস্টার কাউন্সিলার আবুল কাহার চৌধুরী,ফখরুল ইসলাম (গ্রীস)কমিউনিটি এক্টিভিষ্ঠ মোহাম্মদ ছানা (বাহরাইন)সহ জগন্নাথপুরের আরো অনেক গুণিজন।
পরিশেষে উপস্থিত সবাইকে প্রতিবাদ সভায় একাত্নতা ও সংহতি জানানোর জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন ও অনতিবিলম্ভে শাহনাজ পারভিন জোছনা’র খুনীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়ে সভার সভাপতি জোনায়েদ আহমদ সুন্দর সভার সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply