তিনি বলেন, কষ্টার্জিত উপার্জনের টাকা আমরা এখন দেশে বিনিয়োগ করেছি।
স্বদেশে বিনিয়োগ করে আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে চাই। সকল প্রবাসী দের উচিত স্বদেশে বিনিয়োগ করে দেশের
উন্নয়নে অবদান রাখা। এখানে বিনিয়োগ করলে কর্মসংস্থান হবে বেকার যুবক দের
চাকরীর ব্যবস্হা হবে। ফলে বেকারত্ব দূর হবে।
তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্হিতি ভালো ও সুস্ঠু নিরাপদ পরিবেশ বিদ্যমান থাকলে প্রবাসীরা স্বদেশে বিনিয়োগ করতে উৎসাহী হবেন। এ বিষয়টি সকলের মাথায় রাখা উচিত।
লন্ডন প্রবাসী সফল ব্যাবসায়ী মোঃ সোহাজ আহমদ সম্প্রতি দেশে আসলে
জগন্নাথপুর নিউজ কে এক সাক্ষাতকার প্রদান কালে উপরোক্ত কথা বলেন।
সফল ব্যাবসায়ী ও বিশিষ্ট সমাজসেবক মোঃ সোহাজ আহমেদ এর লন্ডনে রয়েছে তিনটি ব্যাবসা প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠান দিয়ে তিনি দীর্ঘ দিন ধরে সুনামের সহিত ব্যবসা করে আসছেন। প্রতিষ্ঠান গুলো হচ্ছে ইফতি এন্ড ইকরাম লিমিটেড, ইসহাক এন্ড তাহসিন লিমিটেড, ইকরাম এন্ড তাহসিন লিমিটেড। সম্প্রতি তিনি বাংলাদেশের প্রবাসী অধ্যুষিত সিলেট শহরের আম্বরখানায় গড়ে তুলেছেন অত্যাধুনিক 4 Star Hotel The CRYSTAL ROSE. এ নয়নাভিরাম হোটেলটি তারা চার জন পার্টনার মিলে করেছেন।
বিশিষ্ট ব্যাবসায়ী সোহাজ আহমদ একজন উদার মনের দানশীল ব্যাক্তি হিসাবে ও পরিচিতি। তিনি এলাকার গরীব- দুঃখী মানুষের সহায়তায় অবদান রাখছেন।
বিগত বন্যায় ও করোনা মহামারীর সময়
তিনি এলাকার মানুষ দের খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
তিনি বলেন, মহান আল্লাহ পাকের অশেষ রহমত সততা ও কঠোর পরিশ্রমের ফলেই আজ আমি এক জন সফল ব্যাবসায়ী।
সোহাজ আহমেদ এর গ্রামের বাড়ী জগন্নাথপুর উপজেলার মোহাম্মদ পুর গ্রামে তার পিতা মরহুম আব্দুল নূর ও এক জন ভালো মানুষ ছিলেন।
তিন সন্তানের জনক সফল ব্যাবসায়ী ও বিশিষ্ট সমাজ সেবী মোঃ সোহাজ আহমেদ
২০০১ সালে সিলেটের মদন মোহন কলেজে পড়াকালীন সময় বৈবাহিক সুত্রে যুক্তরাজ্য গমন করেন।
Leave a Reply