শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৫:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ জগন্নাথপুরে চিনা বাদাম প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত টানা ৩য় বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন হারুন রশীদ জগন্নাথপুরের লহড়ী গ্রামে লন্ডন প্রবাসীর বাড়ীতে ডাকাতি: অস্ত্রসহ দুইজন গ্রেফতার জগন্নাথপুরে হারানো লাখ টাকা খুঁজে উদ্ধার করে দিল থানা পুলিশ জগন্নাথপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন রানীগঞ্জ সেতুর পাশ থেকে বালু উত্তোলন- ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রতিবেদন দিতে আদালতের নির্দেশ জগন্নাথপুরে ধান চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধন: লটারির মাধ্যমে মনোনীত ৮১০ ভাগ্যবান কৃষক জগন্নাথপুর পৌরশহরে ৩৫ দোকানঘর  ভাড়া থানায় দিলেন ব্যবসায়ী গন জগন্নাথপুরে চুরি যাওয়া ৩টি টমটম উদ্ধার : গ্রেপ্তার ৪ 

শিশু- কিশোররা আনন্দিত  জগন্নাথপুরে আনন্দঘন পরিবেশে বই উৎসব

শিশু- কিশোররা আনন্দিত  জগন্নাথপুরে আনন্দঘন পরিবেশে বই উৎসব

নিজস্বপ্রতিবেদক:সুনামগঞ্জের জগন্নাথপুরে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে।  নতুন বছরের প্রথম দিন ১লা  জানুয়ারি  সোমবার উপজেলা সদরের আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই উৎসব এর উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ((ইউএনও) আল বশিরুল ইসলাম। এরপর উপজেলা সদরের স্বরুপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়,  সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও জগন্নাথপুর নার্সারি স্কুল সহ বিভিন্ন স্কুল ও মাদরাসায় বই উৎসব অনুষ্ঠিত হয়। এসব শিক্ষা প্রতিষ্ঠানে উপস্হিত থেকে শিক্ষার্থী দের মধ্যে নতুন বই বিতরন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম,  সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন ইবরাহীম,  জগন্নাথপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু, স্বরুপ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গুরুপদ সুত্র ধর, জগন্নাথপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইকবাল মাসুদ,  উচ্চ মাধ্যমিক একাডেমীক সুপারভাইজার
অরুপ রায় প্রমুখ।
জগন্নাথপুর নার্সারি স্কুলে শিশুদের মধ্যে নতুন  বই তুলে দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম বলেন, ২০২৪ ইং সনের প্রথম দিনেই শিক্ষার্থী দের হাতে নতুন বই তুলে দেওয়ায় বাচ্চারা খুবই খুশি । তিনি শিশু শিক্ষার্থী দের উদ্দেশ্য বলেন,তোমরা মনযোগ দিয়ে লেখাপড়া করে সত্যিকারের মানুষ হয়ে মা বাবার মুখ উজ্জ্বল করবা। এ সময় সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন ইবরাহীম, স্কুলের অধ্যক্ষ বিনয় কুমার সরকার,
স্কুল পরিচালনা কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক মোঃ সানোয়ার হাসান সুনু, আব্দুল জব্বার, প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, অভিভাবক রাজিব আহমদ সহ শিক্ষক – অভিভাবক ও শিক্ষার্থী গন উপস্হিত ছিলেন।
জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম বিল্লাহ জানান, শিশুশ্রেণী থেকে ৫ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে ৪২ হাজার নতুন বই বিতরণ করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসা পযার্য়ের ৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২ লাখ ৯২ হাজার ৮০টি বই বরাদ্দ পাওয়া গেছে।  এর মধ্যে মাধ্যমিকের ৯ম শ্রেণী ও মাদ্রাসার ৮ম শ্রেণীর বই পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com