মঙ্গলবার, ০৬ জানুয়ারী ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে জগন্নাথপুর  যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল  স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন সূচনা পর্বের উদ্ধোধন মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়; তারেক রহমান রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবক হারালো: প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন শোক পালনের কর্মসূচি বিএনপির খালেদা জিয়া আর নেই সুনামগঞ্জ-৩ আসনে মনোনয়ন দাখিল করলেন বিএনপির দলীয় প্রার্থী কয়ছর আহমদ সুনামগঞ্জ -৩ আসনে ছয় প্রার্থীর উৎসব মূখর পরিবেশে মনোনয়ন পত্র দাখিল

স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন সূচনা পর্বের উদ্ধোধন

স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন সূচনা পর্বের উদ্ধোধন

জগন্নাথপুর নিউজ ডেস্ক: স্টাফ রিপোর্টার-সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন ২০২৬ এর সূচনা পর্বের  উদ্বোধনী অনুষ্ঠান আজ রোববার কেক কেটে উদযাপন করা হয়। সকালে বিদ্যালয় প্রাঙ্গণে  শতবর্ষ উৎসব উদযাপন সূচনা পর্বের শুরুতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শিক্ষক বিশিষ্ট রাজনীতিবীদ আবু হোরায়রা ছাদ মাষ্টার। বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক সানোয়ার হাসান সুনুর সঞ্চালনায় এতে  বক্তব্য দেন  বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের উত্তরসূরি স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় শতবর্ষ উদযাপন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক সুধাংশু শেখর রায় বাচ্ছু, শতবর্ষ উদযাপন যুক্তরাজ্য শাখার সমন্বয় কমিটির সদস্য সচিব মোহাম্মদ আবুল হোসেন, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাজনীতিবীদ আব্দুল মুকিত,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ নুর প্রমুখ পরে কেক কেটে আনুষ্ঠানিকভাবে শতবর্ষ উদযাপন সূচনা পর্বের উদ্ধোধন করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শিক্ষক বিশিষ্ট রাজনীতিবীদ আবু হোরায়রা ছাদ। এসময় বিদ্যালয়ের শিক্ষক,  সাবেক বর্তমান শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সাবেক শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন, শতবর্ষ উদযাপন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার, সাবেক শিক্ষার্থী সাদেক মিয়া, জয়দ্বীপ সূত্রধর, আফু মিয়া, অমিত দেব,নুরুল আমীন,অরূপ সরকার,  যুক্তরাজ্য প্রবাসী জয়নাল আবেদীন,কুশল রায়,সুমিত রায়,বিপ্লব দেবনাথ প্রমুখ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শিক্ষক বিশিষ্ট রাজনীতিবীদ আবু হোরায়রা ছাদ মাষ্টার বলেন, আমি অত্যন্ত সুভাগ্যবান বিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী ও শিক্ষক হিসেবে শতবর্ষ উৎসব উদযাপনের সূচনা পর্বের শুভলগ্নে অংশ গ্রহণ করতে পেরে। তিনি বলেন,জগন্নাথপুরের সন্তান ভারত চন্দ্র রায় তাঁর বাবার নামে বিদ্যালয়টি শতবর্ষ আগে প্রতিষ্ঠা করে ছিলেন। এ বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আজ দেশে বিদেশে প্রতিষ্ঠিত। আমি বিশ্বাস করি নতুন প্রজন্মের শিক্ষার্থীরা এর ধারাবাহিকতা অক্ষুন্ন রাখবে।বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন সমন্বয় কমিটির যুক্তরাজ্য শাখার সদস্য সচিব মোহাম্মদ আবুল হোসেন বলেন, শতবর্ষ উদযাপন উপলক্ষে বছর ব্যাপী নানা অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে যুক্তরাজ্যে আমরা সাবেক শিক্ষার্থীদের নিয়ে বেশ কিছু উদ্যাগ গ্রহণ করেছি। তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরুর উদ্যাগের ঘোষণা দেন। এবং সবাই কে নিয়ে বণাঢ্য আয়োজনে বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com