সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে উচ্চ আদালতের রায়ে প্রার্থীতা ফিরে পেলেন আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান মজলুল হক। গত ২৯ নভেম্বর মনোনয়ন পত্র যাছাই বাছাইকালে ঋণ খেলাপির অভিযোগে তাঁর মনোনয়ন পত্র বাতিল করা হয়। পরে তিনি হাইকোর্টে প্রার্থীতা ফিরে পেতে আবেদন করলে বিচারপতি মামুনুন রহমান ও খন্দকার দিলারুজ্জামানের বেঞ্চ মজলুল হক কে নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ দিতে নির্বাচন কমিশন কে ব্যবস্হা নিতে আদেশ দেন।চেয়ারম্যান প্রার্থী মজলুল হক বলেন,আদালতের আদেশের কপি গত ১৪ ডিসেম্বর আমি নির্বাচন কমিশন কে অবহিত করেছি।
মজলুল হকের আইনজীবী আফসানা রশীদ জানান, হাইকোর্টের একটি বেঞ্চ চেয়ারম্যান প্রার্থী মজলুল হকের প্রার্থীতা বাতিলের আদেশ স্থগিত করে তাকে প্রতীক বরাদ্দ দিয়ে নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ দিতে আদেশ দিয়েছেন। নির্বাচনে অংশ নিতে এখন তাঁর কোন বাধা নেই।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান বলেন,রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মজলুল হকের আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালতের আদেশের একটি কপি আমাদেরকে দিয়েছেন। আমি নির্বাচন কমিশনে যোগাযোগ করে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।
উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর জগন্নাথপুর উপজেলার সাত ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।চেয়ারম্যান পদে রানীগঞ্জ ইউনিয়নে ইতিমধ্যে ছয়জন প্রার্থী প্রচারণায় রয়েছেন। তারা সবাই আওয়ামীলীগের স্হানীয় নেতা। এখানে আওয়ামীলীগ ই আওয়ামীলীগের প্রতিদ্বন্দ্বী । নির্বাচনী মাঠে বিএনপি ও জামাতের কোন প্রার্থী না থাকায় নির্বাচন এক দলীয় নির্বাচনে পরিনত হয়েছে ।
Leave a Reply