বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:২৪ অপরাহ্ন
তথ্যপ্রযুক্তি ডেস্ক :: এয়ারেন্ডেল নামের একটি নতুন নক্ষত্র শনাক্ত করেছে মহাকাশ টেলিস্কোপ হাবল। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই নক্ষত্রটির জন্ম হয়েছিল মহাবিশ্বের শৈশবকালে। বিগ ব্যাং-এর মাত্র ৯০ কোটি বছর পর জন্ম হয় এই নক্ষত্রটির! এখন পর্যন্ত মহাবিশ্বের সবথেকে গভীরে আবিষ্কৃত নক্ষত্র এয়ারেন্ডেল। এর রেডশিফট মান ৬.২, অর্থাৎ পৃথিবী থেকে এখন যে নক্ষত্রটি দেখা যাচ্ছে তার আলোর উৎসের বয়স ১২.৯ বিলিয়ন বছর। ন্যাচার জার্নালে এই আবিষ্কারের খবর প্রকাশিত হয়েছে। এর আগে মহাবিশ্বের বয়স যখন ৪ বিলিয়ন বছর ছিল, সেসময়কার একটি নক্ষত্র শনাক্ত করেছিল হাবল। এবার সেই রেকর্ড ভেঙ্গে দিলো নতুন আবিষ্কার।
গবেষক দলের সদস্যরা বিশ্বাস করেন, এয়ারেন্ডেলের ভর সূর্যের থেকে ৫০ গুণ বেশি। এটির উজ্জ্বলতা সূর্যের তুলনায় কয়েক মিলিয়ন গুণ বেশি।
তবে এখনো বেশ কিছু রহস্য রয়ে গেছে নতুন পাওয়া নক্ষত্রটিকে ঘিরে। যেমন, এটি আসলে একটি একক নক্ষত্র নাকি একাধিক নক্ষত্র বলয়ের সদস্য তা নিশ্চিত হওয়া যায়নি এখনো। আবার এই নক্ষত্র কী দিয়ে তৈরি তা নিয়েও চলছে জল্পনা কল্পনা। এটি যে সময়ে জন্ম নিয়েছে সে সময়ে প্রথম প্রজন্মের তারকাদের জন্ম হচ্ছিল। ফলে এর গঠন হয়েছে হাইড্রোজেন ও হিলিয়াম দিয়ে। এটি সত্যি হলে বিগ ব্যাং-এর পর সৃষ্ট প্রথম প্রজন্মের কোনো নক্ষত্র আবিষ্কার করতে পারলেন বিজ্ঞানীরা। তবে এসব রহস্য সমাধানে আরও অনেক সময় লাগবে। ৩২ বছর বয়স্ক হাবল টেলিস্কোপ দিয়ে এই রহস্যের সমাধান না করতে পারলেও নতুন পাঠানো জেমস ওয়েব টেলিস্কোপ তা পারবে বলে আশা বিজ্ঞানীদের
Leave a Reply