মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০২:০৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশি বাধায় মিছিল করতে পারেনি বিএনপি।
রবিবার বিকেলে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে জগন্নাথপুর পৌর শহরের স্থানীয় মুক্তিযোদ্ধা মোড় এলাকা থেক বিক্ষোভ মিছিল বের করতে গেলে পুলিশ এতে বাধা দিলে পন্ড হয়ে যায় কর্মসুচি।
দলীয় নেতাকর্মীরা জানান, রাজধানীর পল্লবীসহ দেশব্যাপী বিএনপির কর্মসূচিতে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বিএনপি। কেন্দ্রীয় এ কর্মসুচীর অংশ হিসেবে মুক্তিযোদ্ধা মোড় থেকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ এসে মিছিল করতে বাধা দেয়। এবং নেতাকর্মীদের সরিয়ে দেয়া হয়। যেকারণে কর্মসুচী পন্ড হয়ে যায়।
উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টার বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা প্রদান করে কর্মসুচি পন্ড করে দিয়েছে।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, আইন শৃঙ্খলা ও জনসাধারণের জানমালের নিরাপত্তায় পুলিশ সচেষ্ট ছিল। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ ওই স্থান থেকে তাদের সরিয়ে দিয়েছে।
Leave a Reply