সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৬:১২ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের শান্তিগঞ্জ দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
রবিবার (১৬ মার্চ) সকালে উপজেলার পাথারিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ফজলে রাব্বানী চৌধুরী ।
এসময় পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম , ইউনিয়ন পরিষদ সচিব মীরা চন্দ ও ট্যাগ অফিসার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের স্বাস্থ্য প্রকৌশলী মোঃআতিউর রহমান,মাঠ কর্মী আলী মর্তুজা, অফিস সহকারী অমিতাভ দাশসহ, ইউনিয়ন পরিষদের সদস্য ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ কর্মসূচির মাধ্যমে পাথারিয়া ইউনিয়নের অসহায় ও দরিদ্র ১হাজার ১৪০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
পাথারিয়া ইউপি চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম বলেন, ‘আসন্ন ঈদকে সামনে রেখে সরকারের এ খাদ্য সহায়তা দরিদ্র ও অসহায় পরিবারের জন্য অনেক সহায়ক হবে। আমরা প্রকৃত দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝেই ভিজিএফ চাল বিতরণ করেছি।’
Leave a Reply