বুধবার, ১৫ মে ২০২৪, ০৯:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
টানা ৩য় বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন হারুন রশীদ জগন্নাথপুরের লহড়ী গ্রামে লন্ডন প্রবাসীর বাড়ীতে ডাকাতি: অস্ত্রসহ দুইজন গ্রেফতার জগন্নাথপুরে হারানো লাখ টাকা খুঁজে উদ্ধার করে দিল থানা পুলিশ জগন্নাথপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন রানীগঞ্জ সেতুর পাশ থেকে বালু উত্তোলন- ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রতিবেদন দিতে আদালতের নির্দেশ জগন্নাথপুরে ধান চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধন: লটারির মাধ্যমে মনোনীত ৮১০ ভাগ্যবান কৃষক জগন্নাথপুর পৌরশহরে ৩৫ দোকানঘর  ভাড়া থানায় দিলেন ব্যবসায়ী গন জগন্নাথপুরে চুরি যাওয়া ৩টি টমটম উদ্ধার : গ্রেপ্তার ৪  জগন্নাথপুর পৌরশহরে ৫৫ দোকানঘর  ভাড়া থানায় দেওয়ার নির্দেশ পুলিশের জগন্নাথপুরে আদালতের নির্দেশ মোতাবেক বিজ্ঞপ্তি দিয়ে ও নির্ধারিত তারিখে দোকানঘর  নিলাম হয়নি!  

৩২ দেশের বিশ্বকাপের ৩২ তথ্য

৩২ দেশের বিশ্বকাপের ৩২ তথ্য

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
১. এই প্রথম ফুটবল বিশ্বকাপ আয়োজন করছে রাশিয়া।
২. মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ বাছাইপর্ব পার হতে পারেনি ইতালি।
৩. খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি তিনবার বিশ্বকাপ জিতেছেন ব্রাজিলীয় কিংবদন্তি পেলে।
৪. মাত্র চারটি দল এক বিশ্বকাপের সব ম্যাচ জিতেছে। এর মধ্যে ব্রাজিলের এই কীর্তি আছে দু’বার (১৯৭০ ও ২০০২)।
৫. বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ পাঁচ গোলের রেকর্ড রাশিয়ার ওলেগ সালেংকোর। ১৯৯৪ বিশ্বকাপে ক্যামেরুনের বিপক্ষে।
৬. এখন পর্যন্ত ছয়টি স্বাগতিক দল বিশ্বকাপ জিতেছে।
৭. বিশ্বকাপে অন্তত ১১ গোল করেছেন সাতজন খেলোয়াড়।
৮. বিশ্বকাপ জিতেছে মাত্র আটটি দেশ।
৯. বিশ্বকাপে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড নয় গোলের। ১৯৮২ বিশ্বকাপে এল সালভাদরকে ১০-১ গোলে হারিয়েছিল হাঙ্গেরি।
১০. এশিয়া অঞ্চলের একমাত্র দল হিসেবে ১০টি বিশ্বকাপে খেলতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া।
১১. বিশ্বকাপে সবচেয়ে দ্রুততম গোল তুরস্কের হাকান সুকুরের। ২০০২ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের মাত্র ১১ সেকেন্ডে গোল করেছিলেন তিনি।
১২. রাশিয়ার ১২টি স্টেডিয়ামে হবে ২০১৮ বিশ্বকাপের ম্যাচ।
১৩. বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি ১৩ গোলের রেকর্ড ফরাসি কিংবদন্তি জাঁ ফঁতের (১৯৫৮ বিশ্বকাপ)।
১৪. বিশ্বকাপে নিজেদের সর্বশেষ ১৪ ম্যাচে ড্র করেনি স্পেন।
১৫. ইংল্যান্ড ও ফ্রান্সের এটি ১৫তম বিশ্বকাপ।
১৬. বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ১৬ গোলের রেকর্ড জার্মানির মিরোস্লাভ ক্লোসের।
১৭. বিশ্বকাপে টানা সবচেয়ে বেশি ১৭ ম্যাচে জয়হীন থাকার রেকর্ড বুলগেরিয়ার।
১৮. বিশ্বকাপে সবমিলিয়ে ১৮টি ম্যাচ খেলেছে কলম্বিয়া। যার প্রতিটিতেই অন্তত একটি গোল হয়েছে।
১৯. বিশ্বকাপের আগের ২০ আসরে দক্ষিণ আফ্রিকা (২০১০) বাদে বাকি ১৯ স্বাগতিক দলই অন্তত দ্বিতীয় পর্বে খেলেছে।
২০. বিশ্বকাপজয়ী দলগুলোর মধ্যে সবচেয়ে কম ২০ জয় উরুগুয়ের। সবচেয়ে বেশি ২০ ম্যাচে হেরেছে জার্মানি।
২১. একমাত্র দল হিসেবে ২১টি বিশ্বকাপেই খেলছে ব্রাজিল।
২২. সবচেয়ে কম ২২ বছর বয়সে বিশ্বকাপে (১৯৯০) অধিনায়কত্ব করেছেন যুক্তরাষ্ট্রের টনি মিওল।
২৩. ফাইনালে না খেলে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ২৩ গোলের রেকর্ড ফ্রান্সের (১৯৫৮)।
২৪. সবমিলিয়ে বিশ্বকাপের শেষ চারে উঠেছে মোট ২৪টি দল।
২৫. সবমিলিয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ২৫ ম্যাচ হেরেছে মেক্সিকো।
২৬. ২০৩৮ সালে অনুষ্ঠিত হবে ২৬তম বিশ্বকাপ। যা হবে বর্তমান ট্রফিতে শেষ বিশ্বকাপ।
২৭. বিশ্বকাপে ডেনমার্কের ২৭ গোলের সবগুলোই এসেছে ডি-বক্সের মধ্য থেকে।
২৮. সবচেয়ে বেশি ২৮টি লাল কার্ড দেখানো হয়েছে ২০০৬ বিশ্বকাপে।
২৯. বিশ্বকাপে সবমিলিয়ে ২৯টি ম্যাচ জিতেছে স্পেন।
৩০. এবারের আসরের ৩০টি দল আগেও বিশ্বকাপে খেলেছে। নবাগত শুধু আইসল্যান্ড ও পানামা।
৩১. বিশ্বকাপ বাছাইপর্বে সবচেয়ে বড় ব্যবধানে জয় অস্ট্রেলিয়ার। ২০০২ বিশ্বকাপ বাছাইপর্বে আমেরিকান সামোয়াকে ৩১-০ গোলে হারিয়েছিল সকারুরা।
৩২. ১৯৯৮ ফ্রান্স আসর থেকে চালু হয় বর্তমান ফরম্যাটের ৩২ দলের বিশ্বকাপ।
যুগান্তর

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com