মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন
স্পেনের বিপক্ষে প্রথম ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে গোল করেন পর্তুগিজ অধিনায়ক। তিন মিনিটের সময় বাঁদিক থেকে বল দিয়ে বিপদজনকভাবে বক্সে ঢুকে পড়েছিলেন রোনালদো। তাকে আটকাতে ফাউল করে বসেন নাচো। রেফারির পেনাল্টির বাঁশি বাজতে সময় লাগেনি। ডেভিড ডি গিয়াকে সহজেই ফাঁকি দিয়ে গোল করেন রোনালদো।
২৪ মিনিটে স্পেনকে সমতায় ফেরান ডিয়াগো কস্তা। বিরতির এক মিনিট আগে রোনালদো আরেক গোল করে ফের এগিয়ে নেন পর্তুগালকে। ৫৫ মিনিটে কস্তা আবার সমতায় ফেরান দলকে। খানিকপর নাচো এগিয়ে নেন।
এর আগে ২০০৬, ২০১০ ও ২০১৪ সালে তিনটি বিশ্বকাপ খেলে ৩ গোল করেছিলেন রোনালদো। এই নিয়ে বিশ্বকাপে রোনালদোর গোল সংখ্যা ৫। এর আগে ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে টানা সাতটি আন্তর্জাতিক টুর্নামেন্টে গোল করার রেকর্ড ছিল রোনালদো। এবার সেই রেকর্ড নিয়ে গেছেন আটে।
Leave a Reply