শুক্রবার, ০৪ Jul ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ধর্ষণের পর কিশোরীকে নদীরপাড়ে ফেলে গেল প্রেমিক! জগন্নাথপুরে মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরি জগন্নাথপুর উপজেলা বিএনপির সভায় বক্তারা, কয়সর আহমদকে বিএনপির প্রার্থী হিসাবে দেখতে চাই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন জগন্নাথপুরে সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময়কালে সেনেটারি মিস্ত্রি নিহত  ভূয়া নির্বাচনের কারিগর নূরুল হুদাকে জুতাপেটা দিয়ে পুলিশে সৌর্পদ সাবেক ৩ সিইসির বিরুদ্ধে বিএনপির মামলা ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ডা. তাহের ‘হতাশ’ নেতানিয়াহু, ট্রাম্পকে দ্রুত যুদ্ধের মাঠে চান: বিশ্লেষক

পরমাণু নিরস্ত্রীকরণের আশ্বাস দিয়েছেন কিম: চীন

পরমাণু নিরস্ত্রীকরণের আশ্বাস দিয়েছেন কিম: চীন

 আন্তর্জাতিক ডেস্ক::
পরমাণু নিরস্ত্রীকরণ এবং মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের আশ্বাস দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। উত্তর কোরিয়ার নেতার সঙ্গে চীনের প্রেসিডেন্টের বৈঠকের পর বুধবার এমন তথ্যই জানিয়েছে চীন। চীনের প্রেসিডেন্টও উত্তর কোরিয়ার সঙ্গে বন্ধুত্ব জোরদারের আশ্বাস দিয়েছেন। খবর রয়টার্সের।

‘গোপনে চীন সফরে গেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন’ টানা দু’দিনের ধরে চলা সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিষয়টি স্বীকার করেছে চীনা কর্তৃপক্ষ। বেইজিং সফরকালে চীনা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন কিম।

২০১১ সালে শাসনভার গ্রহনের পর এটিই ছিল কিম জং উনের দেশের বাইরে প্রথম সফর। বিশেষজ্ঞদের ধারণা, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন বৈঠকের প্রস্তুতি হিসেবেই এই সফর করেছেন উত্তর কোরিয়ার নেতা।

তবে পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে কোনো তথ্য জানায় নি উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ। আগামী মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিম জং উনের সম্ভাব্য বৈঠকের বিষয়েও কোনো মন্তব্য করেনি উত্তর কোরীয় বার্তা সংস্থা।

প্রসঙ্গত, বরাবরই উত্তর কোরিয়ার ‘ভাল বন্ধু’ হিসেবে পরিচিত চীন। তবে সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচীকে ঘিরে দুই দেশের মধ্যে সম্পর্কে কিছুটা দূরত্ব তৈরি হয়।

এক দীর্ঘ বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কোরীয় উপদ্বীপের উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উত্তর কোরিয়া কাজ শুরু করায় অবস্থা কিছুটা উন্নতির দিকে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কিম জং উন বলেছেন, ‘কোরীয় উপদ্বীপকে নিরস্ত্রীকরণে আমাদের অবস্থান স্পষ্ট এবং ধারাবাহিক।’

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলতে উত্তর কোরিয়ার কোনো আপত্তি নেই। দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র আমাদের আহ্বানে সাড়া দিলে এই অঞ্চলকে নিরস্ত্রীকরণের বিষয়টি সমাধান সম্ভব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com