সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০৪:১৩ পূর্বাহ্ন
জগন্নাথপুর নিউজ ডটকম ডেস্ক :: মামলার বেড়াজালে দীর্ঘ ১৫ বছর আটকে থাকার পর সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঁচ ইউপিতে আজ (বৃহস্পতিবার) নির্বাচন চলছে।
এই সকল ইউনিয়ন হচ্ছে- ফেঞ্চুগঞ্জ, মাইজগাঁও, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ ।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ফেঞ্চুগঞ্জের ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২১ জন, সংরক্ষিত সদস্য পদে ৫০ এবং সাধারণ সদস্য পদে ২২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই নির্বাচনে সর্বোচ্চ সতর্কবস্থায় থাকবে পুলিশ। ৫টি ইউনিয়নে পাঁচ প্লাটুন বিজিবি ও ৬ শতাধিক পুলিশ মোতায়েন থাকবে। দুইজন জুডিশিয়াল ও ৫জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠিত ৭টি টিম চষে বেড়াবে বিভিন্ন কেন্দ্রে।
সিলেট জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ৬০৯ জন পুলিশ, আর্মড পুলিশ সমান সংখ্যক-ভাবে ৫টি ইউনিয়নে মোতায়েন থাকবে। কেন্দ্র প্রতি ১৭ জন করে আনসার ও ভিপিডি সদস্যরা দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, নির্বাচনী এলাকায় একজন করে পরিদর্শকের নেতৃত্বে ১০ জন পুলিশের সমন্বয়ে ৬টি স্ট্রাইকিং ফোর্স, ছয় সদস্যের ২০টি মোবাইল টিম দায়িত্ব পালন করবেন। এছাড়াও প্রতি ইউনিয়নে দু’টি করে র্যাবের টিম নিরাপত্তায় কাজ করবে।
৫টি ইউনিয়নে আইনশৃঙ্খলায় নেতৃত্ব দেবেন তিনজন অতিরিক্ত পুলিশ সুপার ও ২ জন সহকারী পুলিশ সুপার। পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান নিজে সার্বিক পরিস্থিতি মনিটরিং করছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বিমল কান্তি সরকার জানান, উপজেলার পাঁচটি ইউনিয়নের ৪৫টি কেন্দ্রে নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে হচ্ছে।
Leave a Reply