বুধবার, ২১ মে ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন
জগন্নাথপুর নিউজ ডেস্ক::
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনে বিএনপির প্রার্থী আবদুল্লাহ আল নোমানের সমাবেশে হামলা হয়েছে।
রোববার বিকাল ৩টার দিকে নগরীর পাহাড়তলী থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়াবাজার মোড়ে এ হামলা হয়।
হামলা থেকে বাঁচতে নোমানসহ কয়েকজন নেতাকর্মী একটি বাসায় আশ্রয় নেন। সেখানে ৪০ মিনিট অবরুদ্ধ ছিলেন তিনি। হামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্তত ৮ নেতাকর্মী আহত হয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালায় বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
পাহাড়তলী থানা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়া যুগান্তরকে বলেন, তারা লোহার রড, কিরিচ, লাঠিসোটা নিয়ে আমাদের ওপর অতর্কিতভাবে হামলা চালিয়েছে। হামলা থেকে নোমান ভাইকে বাঁচাতে পাশের একটি বাসায় আশ্রয় নিই। পরে পুলিশ তাকে উদ্ধার করে বাসায় পৌঁছে দেয়।
আবদুল্লাহ আল নোমান বলেন, সারা দেশে যেভাবে হামলা-মামলা হচ্ছে, আমার মনে হয় না নির্বাচনের পরিবেশ আছে। আমার ব্যক্তিগত অভিমত, নির্বাচন থেকে সরে আসা উচিত।
এ ব্যাপারে পাহাড়তলী থানার ওসি সদীপ কুমার দাশ যুগান্তরকে বলেন, দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে কাউকে পায়নি।
Leave a Reply