সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১১:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আর মাত্র দশদিন বাকি নির্বাচনকে সামনে রেখে রাজপথ দখলে রেখে মিছিল মিটিং গণসংযোগ উঠান বৈঠক পথসভা করে যাচ্ছেন আওয়ামীলীগ প্রার্থী বর্তমান এমপি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। জয়ের লক্ষে ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে নৌকার জন্য ভোট চাইছেন প্রার্থী ও আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। তবে মাঠে নেই বিএনপি। দলীয় নেতা কর্মীদের জামিনে মুক্ত করতে কারাগার ও আদালতে দিন কাটছে তাদের। এ আসনের ধানের শীষের প্রার্থী মাওলানা শাহীনুর পাশা প্রধান নির্বাচনী সমন্বয়ক উপজেলা বিএনপি সভাপতি আবু হুরায়রা ছাদ মাস্টার যুবদাল নেতা রাসেল বক্স সহ বেশ কয়েকজন স্থানীয় দলীয় নেতাকে গত ১৬ ডিসেম্বর গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে গ্রেফতার করা হয়, স্থানীয় বিএনপি নেতা আব্দুন নূর ও শাহীন আহমদ, সৈয়দ সাজু মিয়াকে । থানায় দায়েরকৃত নাশকতার মামলায় গ্রেফতার আতংকে ভোগছেন বিএনপি নেতা কর্মীরা। আওয়ামীলীগ যেভাবে ঢাক ডোল পিটিয়ে স্বাধীনভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে, নির্বাচনের মাঠে অনরুপ প্রচারণায় নামতে পারছেনা বিএনপি, জামায়াত ও জমিয়ত নেতা কর্মীরা। এ আসনে নৌকার পোষ্টারে সয়লাব হলেও ধানের শীষের পোষ্টার বিচ্ছিন্নভাবে দেখা যায়। অন্য দিকে মঙ্গলবার সিলেটের অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মোঃ মোস্তাইন বিল্লাহর আদালত দায়েরকৃত একটি মামলায় মাওলানা শাহীনুর পাশার বিরোদ্ধে গ্রেফতারি পরোয়না জারি করা হলে এলাকায় নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
সুনামগঞ্জ -৩ (জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ) আসন টি ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনের ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ। এ আসনে নৌকা প্রতীক নিয়ে তৃতীয় বারের মতো লড়ছেন বর্তমান এমপি, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এবং ধানের শীষ প্রতীকে সাবেক এমপি মাওলানা এডভোকেট শাহীনুর পাশা চৌধুরী। এই আসনে একাধিক প্রার্থী থাকলে ও মূল প্রতিদ্বন্ধীতা হবে নৌকা ও ধানের শীষের মধ্যে। এ আসনে বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে মিটিং মিছিল, গণ সংযোগ, উঠান বৈঠক সহ প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন আওয়ামীলীগ তথা নৌকার প্রার্থী ও সমর্থকরা। জগন্নাথপুর পৌর শহর সহ আসনের গুরুত্বপূর্ণ স্থানে সাটানো হয়েছে পোষ্টার, চলছে মাইকিং। অন্য দিকে ধানের শীষের প্রার্থী ও সমর্থক তথা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা রয়েছেন গ্রেফতার আতংকে। কোথাও কোথাও পোষ্টার মাইকিং দেখা গেলেও গণসংযোগ বা প্রচারণায় দেখা মিলেনি বিএনপি নেতা কর্মীদের। জগন্নাথপুর গ্রামের ভোটার বৃদ্ধ ওয়াকিব আলী বলেন, এবারের নির্বাচনে উৎসবের আমেজ দেখা যাচ্ছে না । দেশের সার্বিক পরিস্থিতি দেখে খুবই আতংকে আছি। তবে দাবি একটাই আমরা যেন নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারি।
এব্যাপারে নৌকার প্রার্থী এমএ মান্নান এর সাথে আলাপ হলে তিনি যুগান্তরকে বলেন, নৌকার পক্ষে মানুষ ঐক্যবদ্ধ। আমার বিশ^াস উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ভোটারগণ নৌকাকে বিজয়ী করবেন।
এব্যাপারে ধানের শীষের প্রার্থী মাওলানা শাহীনুর পাশা চৌধুরী যুগান্তরকে বলেন, ধানের শীষের গণ জোয়ার দেখে আওয়ামীলীগ দিশেহারা হয়ে পড়েছে, তাই মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতা কর্মীদের গ্রেফতার করে হয়রানি করা হচ্ছে। স্বাধীনভাবে নির্বাচনী প্রচারণা চালাতে দেওয়া হচ্ছে না। পুলিশ নেতা কর্মীদের বাড়িতে অভিযান চালিয়ে যাচ্ছে। জুলুম অত্যাচার করে আমাদের বিজয়কে টেকানো যাবেনা।
এছাড়া এ আসনে অন্য প্রার্থীরা হলেন জাকের পার্টির শাহজান চৌধুরী, ইসলামি আন্দোলন বাংলাদেশের মুহিবুল হক আজাদ, এলডিপির মাহফুজুর রহমান খালেদ, স্বতন্ত্র সৈয়দ মুব্বাশির আলী।
Leave a Reply