মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের জগন্নাথপুরে অগ্নিকান্ডের ঘটনায় ২টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শাসনহবি গ্রামে।
স্থানীয়রা জানান, ১৮ আগষ্ট রোববার ভোররাতে শাসনবি গ্রামের নুর মিয়ার বাড়িতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এ সময় অগ্নিকা-ের খবর গ্রামে ছড়িয়ে পড়লে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন। ততক্ষনে নুর মিয়ার ১টি ও প্রতিবেশি হারুনা বেগমের ১টি সহ ২টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত নুর মিয়া জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে আমার ঘরে থাকা নগদ টাকা সহ সব কিছু পুড়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। এছাড়া প্রতিবেশি হারুনা বেগমের ঘর পুড়ে আরো প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
Leave a Reply