বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৯:০৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের নবাগত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম বলেছেন, জনগণের আস্থা ফিরিয়ে আনতে পুলিশকে সততা ও ন্যায় পরায়ণতার সহিত আন্তরিকভাবে কাজ করতে হবে।
শুধু মুখে বললে হবে না কাজ দিয়ে প্রমান করতে হবে পুলিশ সত্যিকারের জনগনের বন্ধু। তিনি বলেন, থানাকে দালালমুক্ত দেখতে চাই। কোনো অবস্থাতেই মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করা যাবে না। তবে খুন, ধর্ষণ, ডাকাতি ও মাদক ব্যাবসায়িদের কোনো ছাড় নেই। অপরাধী যেই হোক তাকে ধরে আদালতে সৌপর্দ করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের বিরুদ্ধে চার্জশিট প্রদান করতে হবে। তিনিি বলেন, পুলিশ জনগণের চাকর জনগণের টাকা দিয়ে পুলিশের বেতন দেওয়া হয়। তাই মানুষের জান মাল ও ইজ্জতের নিরাপত্তা বিধান করাই পুলিশের মূল কাজ। এব্যাপারে তিনি সবাইকে সততা ও ন্যায় পরায়নতার সহিত দায়িত্ব পালনের আহবান জানান।
রোববার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের উদ্যোগে থানা ভবন সংলগ্ন মাঠে কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং থানার এসআই কবির উদ্দিন ও এসআই আতিকুল আলম খন্দকারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশীদ ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর প্রেস ক্লাব সভাপতি শংকর রায়, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, আ.লীগ নেতা শহিদুল ইসলাম বকুল, যুক্তরাজ্যের মিডল্যান্ড আ.লীগের সহ-সভাপতি আকমল খান, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, আশারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ূব খান, পৌর আ.লীগের সভাপতি ডাঃ আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, ব্যবসায়ী জামাল মিয়া তালুকদার, সাংবাদিক শাহাজাহান মিয়া, আলী আছগর ইমন, পৌর কাউন্সিলর তাজিবুর রহমান, অধ্যক্ষ আবদুর রহমান, শিক্ষক আমির হামজা, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, কলকলিয়া ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি নুরুল হক, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, শিক্ষক সাইফুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, জাপা নেতা আবদুল মনাফ, সমাজকর্মী আবদুস সামাদ প্রমূখ।
এ সময় সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মোঃ মাহমুদুল হাসান চৌধুরী, জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) নব গোপাল দাশ, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, দিপক গোপ, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, জগন্নাথপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক অমিত কান্তি দে, জগন্নাথপুর নিউজ ডটকমের বার্তা সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাব সদস্য আমিনুল হক সিপন প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আনোয়ার হোসেন।
পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম আরো বলেন, সুনামগঞ্জের মানুষ খুবই ভাল। তবে কিছু দুষ্ট লোক আছে, তাদের বিষয়ে পুলিশের নজরদারি রয়েছে। তিনি বলেন, জগন্নাথপুরের কিশোর অপরাধ দমনে ব্যবস্থা নেয়া হবে। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, জগন্নাথপুরে সাইনবোর্ডধারী মদের দোকানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
স্কুল কলেজের ছাত্রীদের উক্তাতকরণের বিষয়ে বক্তারা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করলে তিনি এব্যাপারে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ওসিকে নির্দেশ দেন।
স্বাগত বক্তব্যে সভার সভাপতি জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, প্রায় চার মাস পূর্বে জগন্নাথপুর থানায় যোগদান করেছি । দায়িত্বকালীন সময়ে দায়িত্বশীলতার সহিত থানার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার চেষ্ঠা চালিয়ে যাচ্ছি। মাদক নিমূলসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রন রয়েছে। জনগনের সহযোগীতা নিয়ে এ থানার আইনশৃঙ্খলা ও জনগনের জানমালের নিরাপত্তা রক্ষায় আমরা কাজ করছি। তিনি বলেন, মাদক ও আসামি গ্রেফতারের স্বীকৃতি স্বরুপ ইতিমধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ পুরস্কার পেয়েছি; এর কৃতিত্ব আমার একার নয়, সমগ্র জগন্নাথপুরবাসীর।
Leave a Reply