বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ন
জগন্নাথপুর নিউজ ডেস্ক ::
ভারতের আসামে নাগরিকদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশের পর তালিকা থেকে বাদ পড়েছেন রাজ্যের প্রায় ১৯ লক্ষাধিক মানুষ। এ তালিকা প্রকাশ হওয়ার পর থেকে সিলেটের সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে চাপা উদ্বেগ ও নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে।
এদিকে অবশ্য সিলেট বিভাগের বিভিন্ন সীমান্তে বিজিবি নজরদারি বাড়িয়েছে। সংস্লিষ্ট থানা পুলিশও সতর্ক। ওই তালিকা থেকে বাদ পড়াদের কেউ যাতে বাংলাদেশে ঢুকতে না পারে এ ব্যাপারে বিজিবিকে সিলেট সীমান্তে সর্বোচ্চ সতর্ক রাখা হয়েছে বলে শনিবার সংবাদ মাধ্যমকে জানান বিজিবির সিলেট সেক্টর কমান্ডার কর্নেল এ এম খায়রুল।
তিনি জানান, সীমান্তে বিজিবি সদস্যদের সতর্কাবস্থায় রাখার পাশাপাশি স্থানীয় লোকজনকেও সচেতনতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে।
সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, এখনই সীমান্তবর্তী এলাকায় কোন প্রভাব পড়েনি। তবে থানাগুলোকে আরো সতর্ক থাকতে বলা হয়েছে। অন্যদিকে সীমান্ত এলাকায় যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে সীমান্ত সূত্র জানায়।
সূত্র মতে, সিলেট জেলার ১৩টি উপজেলার মধ্যে সীমান্তবর্তী থানাগুলো হলো- গোয়াইনঘাট, জকিগঞ্জ, বিয়ানীবাজার, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট। এই থানাগুলোর সীমান্তে রয়েছে নানা চোরাই পথ। যা চোরাকারবারিরা ব্যবহার করে থাকে। এই সব পথে আসামে নাগরিক তালিকা থেকে বাদ পড়াদের যাতে পুশ-ইন করতে না পারে সেজন্য সতর্ক রয়েছেন সংস্লিষ্টরা।
বিজিবি সূত্র জানায়, আসামের বিষয় মাথায় রেখেই বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্ত পথ কিংবা অন্য কোনও অবৈধ পথ দিয়ে যদি কোনও ভারতীয় নাগরিকদের পুশ-ইন করার চেষ্টা করা হয়, তা মোকাবিলার জন্য যথেষ্ট প্রস্তুতি রয়েছে বিজিবির
Leave a Reply