শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৬:১২ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক :: ক্রিকেটারদের দেয়া প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। বিভিন্ন বিভাগ থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করছেন তিনি।
বোর্ড সূত্র জানিয়েছে,আগে খেলোয়াড়দের আর্থিক দাবি-দাওয়াগুলো মেটানোর চেষ্টা করা হচ্ছে। প্রায় সব ম্যাচেই (ঘরোয়া-আন্তর্জাতিক) বাড়ছে খেলোয়াড়দের টাকা। জাতীয় লিগের পারিশ্রমিক এবং অন্যান্য ভাতা বেড়ে হচ্ছে প্রায় দ্বিগুণ।
জানা গেছে, জাতীয় দলের খেলোয়াড়দের বেতন, ম্যাচ ফি-সবই উল্লেখযোগ্য হারে বাড়ছে। এরই মধ্যে অনুশীলনের ইনডোরে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বসাতে প্রকৌশলীদের সঙ্গে যোগাযোগও শুরু হয়ে গেছে।
এর আগে প্রথমে ১১ দফা দাবিতে আন্দোলনে নামেন বাংলাদেশ ক্রিকেটাররা। পরে তাতে আরও দুটি যোগ হয়। মোট ১৩ দফা দাবিতে ধর্মঘট করেন তারা। দাবিগুলোর অন্যতম ছিল প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন-ভাতাদি বাড়ানো। তাদের ম্যাচ ফি বাড়িয়ে ১ লাখ টাকা করা। বর্তমানে ঘরোয়া ক্রিকেটারদের পারিশ্রমিক ৩৫ হাজার টাকা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তা মেনে নেয়ার আশ্বাস দিয়েছে। ইতিমধ্যে অন্য দাবিগুলো বাস্তবায়নেও কাজ শুরু করেছে তারা। খেলোয়াড়রাও ফিরছেন খেলায়। ভারত সফর সামনে রেখে শুক্রবার থেকে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিচ্ছেন সাকিব-তামিমরা। শনিবার থেকে শুরু হবে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)।
Leave a Reply