শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৯:১৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের সাতহাল গ্রামের অধিবাসি যুক্তরাজ্য প্রবাসী মহিলার লাশ দাফন নিয়ে এলাকায় নানা প্রতিক্রিয়া দেখা দেয়। অবশেষে রোববার দুপুরে সিলেট শহরের মানিকপীর টিলায় ৬২ বছর বয়সী মহিলার লাশ দাফন করা হয়েছে। সিলেট শহরের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশনে থাকা নারীর লাশ দাফন নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নিবার্হী ম্যাজিস্ট্যাট ইয়াসির আরাফাত রোববার বিকেলে জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই এবং মৃত ব্যক্তিকে দাফনের ব্যবস্থা করি। ঐ মহিলাকে সিলেট শহরের মানিকপীর টিলায় আজ বেলা ১টায় দাফন করা হয়েছে। তিনি জানান, তার পরিবারের লোকজনদের কোয়ারারেন্টেনে রাখা হয়েছে।
রোববার বিকেলে পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক জানান, সিলেট শহরের শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশনে থাকা নারীর মৃত্যুর পর লাশ গ্রামে এনে দাফন করার খবরে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই আমাকে আতঙ্কের কথা জানান। আমি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে লাশ দাফনের পদক্ষেপ নিতে প্রশাসন কে অবহিত করেছি। তিনি বলেন, ওই নারীর মৃত্যুর খবর শুনে তাঁর স্বজনরা বাড়িতে একটি গরুজবাই করে শিরনী ও কবর খোঁড়ার আয়োজন করেন।পরে প্রশাসনিক হস্তক্ষেপে তা বন্ধ হয়।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর বলেন,
ওই প্রবাসীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বুঝিয়ে আমরা শিরনীর আয়োজন বন্ধ করেছি। লাশ স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে সিলেটে দাফন করা হয়েছে।
প্রসঙ্গত গত ৪ মার্চ স্বামীর সঙ্গে যুক্তরাজ্যর ম্যানচেষ্টার শহর থেকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের সাতহাল গ্রামের বেড়াতে আসেন ওই মহিলা। গ্রামের বাড়িতে কিছু দিন থাকার পর সিলেট শামিমাবাদের বাসায় চলে যান।
জানা যায়, ২০ মার্চ ওই নারী জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে সিলেট সদর হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ৬২ বছর বয়সী ওই নারী রোববার ভোররাতে মারা যান।
Leave a Reply