রবিবার, ০৫ মে ২০২৪, ০৭:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে আদালতের নির্দেশ মোতাবেক বিজ্ঞপ্তি দিয়ে ও নির্ধারিত তারিখে দোকানঘর  নিলাম হয়নি!   সাংবাদিক শংকর রায়ের মৃত্যু তে প্রবাসী  সাংবাদিক তৌফিক আলী মিনার এর শোক জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় আর নেই: প্রেসক্লাবের শোক এবার ৩২ টাকা কেজিতে ৫ লাখ টন ধান,   ১২ লাখ টন চাউল কিনবে সরকার  জগন্নাথপুরে লন্ডন প্রবাসীর বাড়ী বেদখল চেষ্টায় সংবাদ সম্মেলন জগন্নাথপুরে হাওরে ধান কাটার ধুম, বঙ্গবন্ধু-১০০ জাতের ধানে চিটা শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন শান্তিগঞ্জে আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা  উন্নত জাতি বিনির্মাণে সাংবাদিকরা অগ্রণী ভূমকিা পালন করেন: এমএ মান্নান এমপি জগন্নাথপুরে সার-বীজ বিতরন কালে সাবেক মন্ত্রী, দেশে এখন পরিবর্তনের হাওয়া বইছে

খালেদা জিয়াকে মুক্ত করতে শপথ বিএনপির

খালেদা জিয়াকে মুক্ত করতে শপথ বিএনপির

জগন্নাথপুর নিউজ ডটকম ডেস্ক :: দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারারুদ্ধ নেতাকর্মীদের মুক্ত করতে আন্দোলনের শপথ নিয়েছে বিএনপি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে সোমবার শ্রদ্ধা নিবেদন শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ শপথের কথা জানান। তিনি বলেন, মিথ্যা মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানকে নির্বাচন ও রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার ষড়যন্ত্র চলছে। আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্রকে পুনরায় প্রতিষ্ঠিত করে এসব ষড়যন্ত্রের জবাব দেয়া হবে।

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল ১০টা থেকে রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। সেখানে বেলা ১১টার আগেই বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হন। পরে দলের সিনিয়র নেতারা উপস্থিত সবাইকে সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সমাধিস্থলে জাতীয়তাবাদী উলামা দলের উদ্যোগে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতেও অংশ নেন নেতারা। বিএনপি ছাড়াও ঢাকা মহানগর বিএনপি, য্বুদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, উলামা দল, মহিলা দল, মৎস্যজীবী দল, জাসাসসহ বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব বলেন, ‘দুর্ভাগ্যের কথা- আজকে এতদিন পরও আমাদের স্বাধীনতা দিবস উদ্যাপন করতে হচ্ছে একটা কারাবরণের মধ্য দিয়ে। আজকের এই স্বাধীনতা দিবসে দেশের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, দেশের গণতন্ত্রের মাতা খালেদা জিয়া কারারুদ্ধ হয়ে আছেন।’

তিনি বলেন, ‘আমরা দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেছি। আমরা জাতীয় স্মৃতিসৌধে বীর মুক্তিযুদ্ধের শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি।’

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি একটি নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন চায়। এজন্য প্রথমেই গণতন্ত্রের নেত্রী দেশমাতা খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি ও নির্বাচনের জন্য দাবি জানাচ্ছি। বিএনপি সেই লক্ষ্যে সংগ্রাম করছে। আমরা অবশ্যই এ সংগ্রামে বিজয়ী হব।’

বিএনপি মহাসচিব বলেন, ‘গণতন্ত্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়া হয়েছে। মানুষের অধিকার কেড়ে নেয়া হয়েছে। ভোটের অধিকার, বেঁচে থাকার অধিকারসহ সব অধিকার হরণ হয়ে গেছে।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, শাহজাহান ওমর, মোহাম্মদ শাহজাহান, এজেডএম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম, আবদুল কাইয়ুম, হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, মীর সরফত আলী সপু, হাবিবুল ইসলাম হাবিব, নাজিমউদ্দিন আলম, কামরুজ্জামান রতন, নুরে আরা সাফা, আমিনুল ইসলাম, এবিএম মোশাররফ হোসেন, দেওয়ান মো. সালাউদ্দিন, শামীমুর রহমান শামীম, মীর নেওয়াজ আলী নেওয়াজ, রফিক শিকদার, আখতার হামিদ ডাবলু প্রমুখ। অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে ছিলেন আনোয়ার হোসেইন, নুরুল ইসলাম খান নাসিম, আহসানউল্লাহ হাসান, ইউনুস মৃধা, মোরতাজুল করীম বাদরু, সুলতান সালাউদ্দিন টুকু, নুরুল ইসলাম নয়ন, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, সাইফুল ইসলাম ফিরোজ, আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, হাফেজ আবদুল মালেক, শায়রুল কবির খান, মামুনুর রশীদ, আসাদুজ্জামান আসাদ, ইখতিয়ার রহমান কবির প্রমুখ।

দিবসটি উপলক্ষে সন্ধ্যায় নয়াপল্টনের মহানগর কার্যালয়ের ভাসানী মিলনায়তনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘সময় এখন আমাদেরই। আজকে গোটা পৃথিবী বলছে বাংলাদেশ এখন স্বৈরতান্ত্রিক দেশ হয়ে গেছে। আমি বলব, এটাকে শক্ত করে ধরুন। সাহস সঞ্চয় করে নামুন। আসুন আমরা জেগে উঠি। রাস্তায় জনপদে গণতন্ত্রের সৈনিকেরা মাথা তুলে সোচ্চার হয়ে এ কথাই বলতে থাকুন- আমরা গণতন্ত্র ফিরে চাই। গণতন্ত্রের মাতাকে (খালেদা জিয়া) ফিরে চাই, দেশনেত্রীর মুক্তি চাই।’

নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘সরকার প্রাণপণ চেষ্টা করছে বিএনপি যেন নির্বাচনে না আসে। যে বছর নির্বাচনের বছর, যে বছরে এত নির্যাতন-নিপীড়নের পরেও আমরা বলছি নির্বাচনে যেতে চাই নিরপেক্ষ সরকারের অধীনে। সেজন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।’

বিএনপি অতীতের যেকোনো সময়ের চেয়ে ‘ঐক্যবদ্ধ ও শক্তিশালী’ দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি একটা ফিনিক্স পাখির মতো। ধ্বংস হয়ে যায়, আগুনে পুড়ে ছাই-ভস্ম হয়ে যায়, সেখান থেকে একটি পাখি ওড়ে। সেই পাখি হচ্ছে বিএনপি। এ দলের রাজনীতি হচ্ছে জনগণের রাজনীতি, বাংলাদেশের মানুষের দল এটি।’

তিনি বলেন, ‘চলমান ও সামনের আন্দোলন বিএনপির বাঁচা-মরার সংগ্রাম। সেই সংগ্রামে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যাব।’

জাসাসের সভাপতি অধ্যাপক মামুন আহমেদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম মহাসচিব জাকির হোসেন রোকনের পরিচালনায় উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা গাজী মাজহারুল আনোয়ার, সাংস্কৃতিক সম্পাদক আশরাফউদ্দিন আহমেদ উজ্জ্বল, জাসাস সাধারণ সম্পাদক হেলাল খান, সহসভাপতি বাবুল আহমেদ, মীর সানাউল হক, কেন্দ্রীয় নেতা হান্নান মাসুদ, চৌধুরী মাজহারুল আলী শিবা সানু, সৈয়দ হাসান সোহেল, ইউসুফ আলী, কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার, রিজিয়া পারভিন, হাসান চৌধুরী প্রমুখ। পরে জাসাস শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এর আগে সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। স্বাধীনতা দিবস স্মরণে দল ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি সংবলিত বিভিন্ন রঙের পোস্টার বের করা হয়। কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয় ক্রোড়পত্র। নয়াপল্টনের কেন্দ্রীয় ও মহানগর কার্যালয়ে আলোকসজ্জা করে বিএনপি।

এদিকে আজ বেলা ২টায় রাজধানীতে বর্ণাঢ্য স্বাধীনতা র‌্যালি বের করবে বিএনপি। র‌্যালিটি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে শান্তিনগর হয়ে মালিবাগ মোড়ে গিয়ে শেষ হবে বলে যুগান্তরকে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com