বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১১:০২ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক :: পক্ষত্যাগী সাবেক রুশ গুপ্তচর হত্যাচেষ্টার ‘গল্প সাজিয়ে’ যুক্তরাজ্য আগুন নিয়ে খেলছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রদূত ভাসেলি নেবেনজিয়া এই হুঁশিয়ারি দেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।
ভাসেলি বলেন, ‘ভিত্তিহীন’ অভিযোগ তুলে রাশিয়ার বদনাম করাই ব্রিটেনের উদ্দেশ্য।
এদিকে যুক্তরাজ্য বলছে, এই হামলার পেছনে রাশিয়ার হাত রয়েছে। তবে এখন তারা এই দায় অস্বীকার করছে।
সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াপক্ষত্যাগী সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে যুক্তরাজ্যের সলসবেরির উইল্টশায়ারে বিষাক্ত নার্ভ এজেন্ট দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় রাশিয়াকে দায়ী করে আসছে ব্রিটেন।
তবে রাশিয়া বরাবরই সে অভিযোগ অস্বীকার করে আসছে। এ নিয়ে পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কারের ঘটনাও ঘটেছে।
গত ৪ মার্চ ইংল্যান্ডের সলসবেরিতে নার্ভ এজেন্টের প্রভাবে অসুস্থ হয়ে পড়েন সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে। এখন তারা হাসপাতালে চিকিৎসাধীন।
ইউলিয়ার অবস্থা এখন স্থিতিশীল হলেও ৬৬ বছর বয়সী সের্গেইয়ের অবস্থা গুরুতর।
উল্লেখ্য, রাশিয়ার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে যুক্তরাজ্যের পক্ষে কাজ করা ও স্পর্শকাতর রাষ্ট্রীয় তথ্য পাচার করার অপরাধে ২০০৬ সালে রাশিয়ার আদালতে সের্গেই স্ক্রিপালকে দণ্ডিত করা হয়। এরপর যুক্তরাজ্য-রাশিয়ার মধ্যে গুপ্তচর বিনিময় সমঝোতার আওতায় ২০১০ সালে তাকে তুলে দেওয়া হয় যুক্তরাজ্যের হাতে। সেই থেকে গত ৮টি বছর যুক্তরাজ্যে বসবাস করে আসছিলেন স্ক্রিপাল।
Leave a Reply