রবিবার, ১১ মে ২০২৫, ১০:০৫ অপরাহ্ন
ইরাকে ৩ শতাধিক আইএস জঙ্গিকে মৃত্যুদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক :: জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সঙ্গে সম্পর্ক থাকায় ইরাকে কমপক্ষে ৩০০ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে কয়েক ডজন বিদেশী। ইরাকের বিচার বিভাগের সূত্র এ কথা জানিয়েছে বুধবার। অভিযুক্ত এসব ব্যক্তির বিচার হয়েছে দুটি আদালতে। একটি আদালত জিহাদিদের শক্ত ঘাঁটি মসুলের কাছে। অন্যটি বাগদাদে।
সেখানে বিদেশী ও নারীদের বিচার করা হয়। জানুয়ারি থেকে ইরাকের রাজধানী বাগদাদে ৯৭ বিদেশী নাগরিককে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। অন্যদিকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে ১৮৫ জনকে। অভিযুক্ত নারীদের মধ্যে বেশির ভাগই তুরস্কের এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের। জানুয়ারিতে ইরাকের একটি আদালত জার্মানির এক নারীকে আইএসের সঙ্গে জড়িত থাকার তথ্যপ্রমাণ পায়। অন্যদিকে মঙ্গলবার ফ্রান্সের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মুখপাত্র আবদেল সাত্তার বায়রাকদার এক বিবৃতিতে বলেছেন, মসুলের কাছে তেল কাইফের আদালতে ২১২ জনকে দেয়া হয়েছে মৃতু্যৃদণ্ড। এ ছাড়া ১৫০ জনকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদন্ড। জেল দেয়া হয়েছে ৩৪১ জনকে। উল্লেখ্য, ডিসেম্বরে আইএসমুক্ত ঘোষণা করা হয় ইরাপককে। এক সময় এই আইএস দেশটির এক তৃতীয়াংশ নিয়ন্ত্রণ করতো। সোমবার সেখানকার আইনমন্ত্রী বলেছেন, সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ১১ জনের ফাঁসি কার্যকর করা হয়েছে।
Leave a Reply