শনিবার, ০১ মার্চ ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন
জগন্নাথপুর নিউজ ডেস্ক:: রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেন আসার শব্দ শুনতে পায় মিনিবাসে থাকা ছাত্ররা। বিষয়টি চালককে জানাতে চিৎকার করতে থাকে তারা। কিন্তু কানে হেডফোন লাগিয়ে গান শুনতে থাকা চালক কিছুই শুনছিলেন না। এ অবস্থায় ছুটে আসা ট্রেন এসে প্রচণ্ড শক্তিতে ধাক্কা দেয় বাসটিকে। মুহূর্তেই দুমড়ে মুচড়ে চায় বাসটি।
এতে বাসে থাকা ডিভাইন পাবলিক স্কুলের ১৩ ছাত্র নিহত হয়। এছাড়া গুরুতর আহত হয় আট ছাত্র। তারা এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বৃহস্পতিবার সকালে উত্তরপ্রদেশ রাজ্যের কুশীনগরে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় সেখানে গেটম্যান ছিলেন না বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। দুর্ঘটনায় আহত নবম শ্রেণির এক ছাত্র ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের আওয়াজ পেয়ে আমরা সবাই ড্রাইভার ভাইয়াকে সতর্ক করেছিলাম। কিন্তু ড্রাইভার ভাইয়া তখন হেডফোনে মশগুল ছিলেন। ট্রেন দেখে আমরা চিৎকার করলেও তিনি শুনতে পাননি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, বাসচালকের কানে হেডফোন থাকাতেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
Leave a Reply